<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পিলখানা হত্যাকাণ্ডের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কোনোভাবে কারো মাধ্যমে প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে কাজ করে ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনবে বলে নিজেদের  প্রত্যাশার কথা জানিয়েছেন শহীদ পরিবারগুলোর সদস্যরা। একই সঙ্গে জানিয়েছেন, স্বাধীন তদন্ত কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত। গতকাল সোমবার রাজধানীর রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) ক্লাবে কমিশনের সঙ্গে প্রথম মতবিনিময়সভায় এসব কথা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এ ছাড়া সরকারি গেজেটের  মাধ্যমে ২৫ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করাসহ শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবিসহ বেশ কিছু দাবিও জানিয়েছেন তাঁরা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভুক্তভোগী এই পরিবারগুলোর পক্ষে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আওয়ামী লীগ সরকার চায়নি ওই হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের বিচার হোক। কিন্তু এখন যেহেতু কমিশন গঠন করা হয়েছে, দ্রুত তদন্ত শেষ করে আইনের মাধ্যমে জড়িতদের সাজা দেওয়া হোক। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কমিশনের সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের মতবিনিময়সভায় উঠে আসে নির্মমতার গল্প। সঠিক বিচার না হওয়ায় আক্ষেপ নিয়ে দিন পার করছে স্বজনহারা এসব মানুষ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিডিআর হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বের ওপর আঘাত দাবি করে শহীদ পরিবারের সন্তানরা বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে উন্মোচিত হোক প্রকৃত ঘটনা। বিচার হোক দোষীদের।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শহীদ পরিবারগুলোর কাছে পিলখানা হত্যাকাণ্ডের যে পরিমাণ তথ্য  আছে, সেটা হয়তো এখন পর্যন্ত তদন্ত কমিশনের কাছে নেই। তাই স্বাধীন তদন্ত কমিশনের সহায়তায় আসবে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমন সব তথ্য দিয়ে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমরা যাদের ওই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত বলে জানিয়ে আসছি, আমাদের সেই কথাগুলো মিডিয়ায় সেভাবে প্রচার করা হতো না। এখন  হচ্ছে।  আওয়ামী লীগ সরকার নেই, তদন্ত কমিশন গঠিত হয়েছে, অনেকে আমাদের কাছে আসছেন, এসব শুনছেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি আরো বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ঘটনায় হয়তো কিছু বিডিআরের নিরপরাধ সদস্য আছেন, যাঁরা অপরাধ করেননি। তবে ঢালাওভাবে তাঁরা সবাই নিরপরাধ এটা বলা মনে হয় ঠিক হবে না। কারণ সে মুহূর্তে পিলখানায় যদি ৮-৯ হাজার সৈনিক থাকে, তার মধ্যে একমাত্র সুবেদার নুরুল ইসলাম ছাড়া একজনও প্রতিবাদ করল না। তারা যদি প্রতিবাদ করত এতগুলো অফিসার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতেন না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span>  </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পিলখানা হত্যাকাণ্ডে নিহত লে. কর্নেল লুত্ফর রহমানের মেয়ে ফাবরিয়া বুশরা বলেন, ১৬ বছর আগে ইসরায়েলি বর্বরতাকেও হার মানিয়েছে বিডিআর হত্যাকাণ্ড। নৃশংসতা বলতে যা বোঝানো হয়, তার কতটা বুঝতে পারবে কমিশন। কারণ বিডিআর হত্যাকাণ্ড ন্যাশনাল নয়, বরং এটি একটি ইন্টারন্যাশনাল ঘটনা। এ ঘটনা বর্ডার ছাড়িয়ে গেছে।   </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শহীদ সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল আলম হান্নান  বলেন,  </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে দুর্বল করার জন্য সামান্য একটা ইস্যুকে সামনে এনে এত বড় গুম, খুন ও চেহারা বিকৃত করতে পারে কি না? বিগত আওয়ামী সরকার এই পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিজমের সফল যাত্রা শুরু করেছে। আমাদের শহীদ পরিবারের আবেগকে কাজে লাগিয়ে তখন খালেদা জিয়াকে সেনা সদরে উনার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দেশবাসী মনে করে, শুধু বিডিআর সদস্যদের মাধ্যমে এত বড় ঘটনা পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা এতে জড়িতদের সুষ্ঠু বিচার চাই। আর যেহেতু স্বাধীন তদন্ত কমিশন, আমরা আশা করব তারা স্বাধীনভাবে কাজ করবে এবং কারো মাধ্যমে প্রভাবিত হবে না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তৎকালীন বিডিআরপ্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকীন আহমেদ ভূঁইয়া বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশে কিংবা বিশ্বে এত বড় ঘটনা কখনো ঘটেনি। কমিশনের কাছে আমাদের দাবি, দায়িত্ববোধ থেকে এই হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের আইনের মাধ্যমে সাজা দেওয়ার পথ তৈরি করার।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মতবিনিময়সভায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ফজলুর রহমান বলেন, বিডিআর হত</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‍</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা সেনাবাহিনীর বিরুদ্ধে  ষড়যন্ত্র ছিল। এর মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফজলুর রহমান বলেন, তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাইকমিশনের মাধ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‍</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">্যমে ভারত সরকারকে অনুরোধ করে তাঁকে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি আরো বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার পক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সভায় রাওয়ার সভাপতি কর্নেল মোহাম্মদ আবদুল হক তাঁর স্বাগত বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। আরো বক্তব্য দেন শহীদ কর্নেল মো. মজিবুল হকের স্ত্রী মেহেরীন ফেরদৌস, শহীদ মেজর মোমিনের স্ত্রী সানজানা সোনিয়া, শহীদ মেজর তানভীরের স্ত্রী তাসনোভা মাহবুব, প্রত্যক্ষদর্শী লে. কর্নেল রিয়াদ, কর্নেল জুবায়ের প্রমুখ।  </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মতবিনিময়সভায় কমিশনের সদস্য মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীরপ্রতীক (অব.), যুগ্ম সচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ,  ডিআইজি (অব.) ড. এম আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p> </p>