<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশে বিদায়ি বছরের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি কিছুটা কমলেও এটি এখনো সহনীয় মাত্রার ওপরেই রয়ে গেছে। নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১১.৩৮ শতাংশ, যা ডিসেম্বরে কমে ১০.৮৯ শতাংশে দাঁড়ায়। কমেছে খাদ্য মূল্যস্ফীতির হারও। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ১২.৯২ শতাংশে পৌঁছে, যা নভেম্বরে ছিল ১৩.৮০ শতাংশ।  এই হারে কিছুটা কমতি দেখা গেলেও এখনো এটি দুই অঙ্কের ঘরে থাকায় সাধারণ মানুষ আর্থিক চাপে রয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ডিসেম্বর মাসের মূল্যস্ফীতির এই তথ্য প্রকাশ করে। ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি ১০.৮৯ শতাংশের অর্থ হলো ২০২৩ সালের ডিসেম্বর মাসে যে পণ্য কিনতে ১০০ টাকা খরচ করতে হয়েছে সেই একই ধরনের পণ্য ২০২৪ সালের ডিসেম্বরে কিনতে ব্যয় করতে হয়েছে ১১০ টাকা ৮৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে ১০ টাকা ৮৯ পয়সা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিবিএসের প্রতিবেদন মতে, ২০২৪ সালে দেশে গড় মূল</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‍</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">্যস্ফীতির হার ছিল ১০.৩৪ শতাংশ। ২০২৩ সালে এই হার ছিল ৯.৪৮ শতাংশ। অর্থাৎ বছরজুড়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশের জনগণ চাপে ছিল। এ ছাড়া গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি শহরের তুলনায় বেশি ছিল এবং ডিসেম্বরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শহরের চেয়ে বেশি পরিলক্ষিত হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিবিএসের তথ</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‍</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">্য মতে, নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১.৩৮ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ১৩.৮০ শতাংশ ছিল। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও টানা ৯ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে ছিল। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ডিসেম্বর মাসে ছিল ৯.২৬ শতাংশ, আগের মাসের ৯.৩৯ শতাংশের তুলনায় কিছুটা কম।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদনটির মতে, ডিসেম্বর শেষে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১.৯ শতাংশে, যা গত নভেম্বরে ছিল ১১.৫৩ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১৩.৪১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১২.৬৩ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯.৭২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯.৬৫ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিবিএস জানায়, ডিসেম্বর শেষে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০.৮৪ শতাংশ, যা গত নভেম্বরে ছিল ১১.৩৭ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১৪.৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৩.৫৬ শতাংশে। আর খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯.৩১ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯.১৭ শতাংশে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে সদ্যঃসমাপ্ত পঞ্জিকা বছরের ডিসেম্বরে মজুরি হার বেড়েছে। এ মাসে সার্বিক মজুরি হার বেড়ে দাঁড়িয়েছে ৮.১৪ শতাংশে, যা গত নভেম্বরে ছিল ১.১০ শতাংশ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিবেদনে বলা হয়, সব খাতেই বেড়েছে মজুরির হার। কৃষি খাতে মজুরির হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৮.৩৬ শতাংশ। ডিসেম্বরে শিল্প খাতে মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭.৭৭ শতাংশে, যা নভেম্বরে ছিল ৭.৭৩ শতাংশ। সেবা খাতেও মজুরি হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৩ শতাংশে, যা গত নভেম্বরে ছিল ৮.৪০ শতাংশ।</span></span></span></span></span></p> <p> </p>