<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডনের হিথরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের গেট দিয়ে বের হওয়া মাত্র হুইলচেয়ারে বসা মা খালেদা জিয়াকে গভীর মমতায় জড়িয়ে ধরেন তাঁর জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান। এর মাধ্যমে জেল-জুলুম ও নির্যাতনের ইতিহাস পেরিয়ে দীর্ঘ সাত বছর পর তাঁদের দেখা হলো। প্রতীক্ষিত সেই দেখার মুহূর্তে আবেগাপ্লুত ছিলেন মা-ছেলে, পুত্রবধূসহ ঘনিষ্ঠ স্বজন ও দলের নেতারা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হয়ে অনেক দিন ধরে অসুস্থ মাকে সরাসরি স্পর্শের সীমায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। রাজনীতির চেয়ে বড় হয়ে ওঠে মা ও সন্তানের ভালোবাসা। কিছুটা সময় মর্মস্পর্শী এই পুনর্মিলনের হাসি-কান্না উপস্থিত অন্যদের মধ্যেও সংক্রমিত হয়।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে ওই আবেগঘন পরিবেশ স্বাভাবিক করে তারেক রহমান মায়ের সফরসঙ্গী চিকিৎসক, দলীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তাদের স্বাগত জানান। এরপর তিনি নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডন ক্লিনিকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিয়ে যান, সেখানে তাঁকে ভর্তি করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানাতে ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান। যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমন উপলক্ষে গতকাল হিথরো বিমানবন্দরের বাইরেও জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। খালেদা জিয়াকে নিয়ে গাড়িবহর হাসপাতালের উদ্দেশে রওনা হলে তাঁরা স্লেগান দিতে থাকেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে গিয়েছিলেন। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে ছেলে তারেক রহমানের দেখা হয়নি। মাঝের এই সাত বছর খালেদা জিয়ার ওপর অনেক নির্যাতনের খড়্গ নেমে এসেছিল। বিদেশে থাকলেও তারেক রহমানের ওপর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার নানাভাবে নিপীড়ন চালিয়েছিল। তাঁকেও সাজা দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৮ সালের মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাবন্দি হন। এরপর শর্ত সাপেক্ষে সাজা স্থগিত হলেও মুক্ত ছিলেন না বেগম জিয়া। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেয়নি আওয়ামী লীগ সরকার। ফলে সরকারের রোষানলে পড়া অসুস্থ মাকে উন্নত চিকিৎসা করাতে না পারার আক্ষেপ তৈরি হয়েছিল তারেক রহমানের মধ্যে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্ত হন। গতকাল দীর্ঘ প্রতীক্ষার পর দেখা হয় তাঁদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার সফরসঙ্গী ও বিএনপির মিডিয়া সেলের পাঠানো ছবি ও ভিডিও দেখে জানা গেছে, খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে তারেক রহমান ও জুবাইদা রহমানের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছর আহমদসহ দলটির নেতাকর্মীরা। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়াল ভিআইপি গেট দিয়ে বের হওয়ার পর মা-ছেলের কাঙ্ক্ষিত মিলনের অপেক্ষার অবসান হয়। তারেক রহমান মাকে জড়িয়ে ধরলে তৈরি হয় আবেগঘন পরিবেশ। তারেক রহমান আনন্দে আত্মহারা ছিলেন, আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। ছেলেকে কাছে পেয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরে...</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলে আবেগমাখা শব্দ উচ্চারণ করেন খালেদা জিয়া। এ সময় পাশে জুবাইদা রহমান, ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ অন্যরাও উত্ফুল্ল ও আবেগাপ্লুত হন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত পৌনে ১২টার দিকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাঁকে বিদায় জানান। কাতারে এক ঘণ্টা যাত্রাবিরতি দেওয়া হয়। বিমানবন্দরে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবার বিকেল থেকেই ঢাকায় বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। বিদায় জানানোর সময় জনদুর্ভোগ এড়াতে ঢাকা মহানগর বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগেই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য অনুরোধ করা হলেও তাঁদের অনেকে রাস্তায় নেমে আসেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে একটি কথিত দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তাঁর অসুস্থতা বাড়ে। এর মধ্যে কয়েকবার তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের কাছে তাঁর বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে বহুবার আবেদন করা হয়। কর্তৃত্ববাদী সরকার তাতে সাড়া দেয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দি হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করেন হাইকোর্ট। তবে খালেদা জিয়া এসব মামলায় সর্বোচ্চ আদালতের কাছে ন্যায়বিচার চেয়ে আপিল করেন এবং তাঁর আপিল আবেদনের শুনানি চলমান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়, ২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসা জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার শরীরে রক্তনালিতে সফল অস্ত্রোপচার করা হয়েছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, লিভার প্রতিস্থাপন ও পরবর্তী চিকিৎসায় দুই মাসের মতো লেগে যেতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষ হলে বিএনপির চেয়ারপারসন সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে এরপর দেশে ফিরতে পারেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেভাবে হাসপাতালে নেওয়া হলো</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যান ছেলে তারেক রহমান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ সময় গতকাল বিকেল ৪টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডনের কেন্দ্রস্থলে লন্ডন ক্লিনিকের উদ্দেশে যাত্রা করেন। বিকেল ৫টা নাগাদ হাসপাতালে পৌঁছেন তাঁরা। এ সময় তারেক রহমানের পাশে বসা ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক গতকাল সন্ধ্যায় জানান, তাঁকে বিমানবন্দর থেকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ থেকে তাঁর সঙ্গে যাওয়া চিকিৎসকরা লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের কাছে খালেদা জিয়াকে কাগজপত্রসহ বুঝিয়ে দিয়েছেন। আগের অপারেশন, কাগজপত্র এবং বিভিন্ন পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে নতুন করে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর তাঁর মূল চিকিৎসা শুরু হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খালেদা জিয়ার সফরসঙ্গী ড. মোহাম্মদ আল মামুন জানান, খালেদা জিয়াকে প্রফেসর ড. প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><img alt="লন্ডনে মা-ছেলের মর্মস্পর্শী পুনর্মিলন" height="600" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11. january/09-01-2025/9898.jpg" width="1000" /></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিমানবন্দরে পুত্র তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমানের সঙ্গে খালেদা জিয়া</span></span></span></span></span></p>