<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠ পেশাদারি বজায় রেখে কাজ করছে। বিষয়টি মাথায় রেখে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাটিকে নতুন উদ্দীপনায় আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিনিধি সম্মেলনের বক্তারা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল শুক্রবার সকালে কালের কণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রধান কার্যালয়ে এই প্রতিনিধি সম্মেলন হয়। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এবং কালের কণ্ঠের ব্যুরোপ্রধান, জেলা, আঞ্চলিক ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা সাদাকে সাদা বলি এবং কালোকে কালো। মনে রাখবেন, আমাদের দায়বদ্ধতা শুধু দেশ এবং দেশের জনগণের প্রতি। আর কারো প্রতি আমাদের দায়বদ্ধতা নেই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এখানে যারা আসছেন, তারা সবাই কালের কণ্ঠের একেকটা পিলার। আপনি যতই টাকা খরচ করে একটি ইমারত তৈরি করেন, পিলার ছাড়া যেমন টিকে থাকে না, তেমনি আপনাদের মতো মফস্বল প্রতিনিধি ছাড়া কোনো পত্রিকা বা মিডিয়ার টিকে থাকা সম্ভব নয়। অতএব আপনারা হচ্ছেন এক একটি পিলার। আমাদের কালের কণ্ঠ আপনাদের ওপর ভর করেই টিকে আছে। এই পিলারগুলোকে একসঙ্গে পেয়ে আমরা খুবই আনন্দিত।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কাদের গনি চৌধুরী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমাদের কালের কণ্ঠের মান আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। সে বিষয়টি আমাদের চেয়ারম্যানসহ অনেকেই আমাকে বলেছেন। আমরা যে সুনাম অর্জন করেছি, তা আপনাদের মাধ্যমেই পাওয়া। আমরা এই সুনাম আরো বেশি শুনতে চাই। আমাদের কালের কণ্ঠের স্লোগান, আংশিক নয় পুরো সত্য। আমরা সেই সত্যটাই দেখতে চাই। তবে অনেক সময় বিভিন্ন চাপের কারণে সাদাকে সাদা কালোকে কালো বলা যায়নি। আমার দেখা সময়ের মধ্যে এখন কিন্তু গণমাধ্যমের জন্য সবচেয়ে সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমরা এই সুযোগকে কাজে লাগিয়ে সময়ের অতন্দ্র প্রহরী হতে চাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপনারা কোনো অসত্য খবর দিলে তার দায়ভার আমাদের কালের কণ্ঠ বা ইস্ট ওয়েস্ট মিডিয়ার পক্ষ থেকে বহন করা হবে না। সেই দায়ভার পুরোটাই আপনাদের। আপনারা মিথ্যাচার, ব্যক্তিগত স্বার্থ হাসিলে অন্যায় কিছু করবেন, এর দায় কিন্তু কালের কণ্ঠ নেবে না। সবচেয়ে দুর্ভাগ্য এবং লজ্জার বিষয় হলো, দেশের সরকার পালানোর সঙ্গে সঙ্গে আমাদের বহু সাংবাদিককে পালাতে হয়েছে। এই কলঙ্ক আমরা বহন করতে চাই না। দলদাসগিরি করবেন, অন্য সুযোগ আছে। এই সাংবাদিকতার জায়গাকে কলঙ্কিত করবেন না। কালের কণ্ঠের কোনো সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে হামলা-মামলার শিকার হলে তাঁর দায়িত্ব নেবে কর্তৃপক্ষ।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিনিধিদের সুখবর জানিয়ে কাদের গনি চৌধুরী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চলতি জানুয়ারি মাস থেকেই আপনাদের ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। এটি প্রতিবছরই চলমান থাকবে। মফস্বল সাংবাদিকদের মধ্যে যাঁরা ভালো করবেন, তাঁদের তিনজনকে প্রতি মাসে পুরস্কৃত করা হবে। আপনাদের বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা কালের কণ্ঠকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মাইলফলক হিসেবে কাজ করবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ বলেন, দেশে এখন কোনো বাধা-বিপত্তি নেই। রাষ্ট্রীয় সন্ত্রাস নেই। গুম-খুন-রক্তচক্ষু নেই। সাংবাদিকরা এখন মুক্তভাবে কথা বলতে পারছেন, লিখতে পারছেন। সে জন্য সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। নতুন উদ্দীপনায় কাজ করতে হবে। হাতে হাতে মোবাইল হওয়ায় সবার আগ্রহ থাকে অনলাইনের প্রতি। সে কারণে মিথ্যা কোনো সংবাদ লেখা যাবে না। সব মত ও পথের দায়িত্বশীল এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। স্বেচ্ছাচারী হওয়া যাবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো সংবাদ করা যাবে না।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মফস্বলের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশের আত্মা হলো গ্রাম-গ্রামান্তর। আপনারা হলেন সেই আত্মার মূল শক্তি, আসল বাংলাদেশ। কালের কণ্ঠ পেশাদারি বজায় রেখে কাজ করছে। আমরা নতুন উদ্দীপনায় কালের কণ্ঠকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। গুণগত মান ঠিক রেখে পাঠকের আস্থা ধরে রাখতে চাই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> কালের কণ্ঠের প্রিন্ট ও মাল্টিমিডিয়ায় সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপনাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে কালের কণ্ঠ মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। মফস্বল সাংবাদিকদের যে সুযোগ-সুবিধা প্রাপ্য, তা আমরা সব সময় দিতে পারি না। তবে আমরা সব সময় আপনাদের পাশে থাকব।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা নতুন করে মাল্টিমিডিয়া চালু করেছি। প্রিন্টের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে কালের কণ্ঠকে আমরা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাইছি। এ কারণে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি আমাদের মাল্টিমিডিয়ায় ভিজ্যুয়াল কন্টেন্ট দিতে হবে। জুলাইয়ে আমরা যে মাল্টিমিডিয়া নিয়ে কাজ শুরু করেছি, সেটা দ্রুত এগিয়ে চলছে। আশা করছি, শিগগিরই সেটা শীর্ষে চলে যাবে। আমরা নিউজ, ফিচার নিয়ে টেলিভিশনের মতো কাজ করছি। ঢাকার বাইরের কন্টেন্টেও এখন কোটি কোটি ভিউ হচ্ছে। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ভিজ্যুয়াল কন্টেন্ট দর্শকের সামনে তুলে ধরবেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মফস্বলে সেরা কর্মীর পুরস্কার পেলেন যাঁরা</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিভাগওয়ারি প্রতিনিধিদের মধ্যে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন সাতজন। তাঁরা হলেন লুত্ফর রহমান (পঞ্চগড় জেলা প্রতিনিধি), রফিকুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ব্যুরো), কে এম সবুজ (ঝালকাঠি জেলা প্রতিনিধি), অরিত্র কুণ্ডু (ঝিনাইদহ সংবাদদাতা), শামস শামীম (সুনামগঞ্জ জেলা প্রতিনিধি), বিশ্বজিৎ পাল বাবু (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি) এবং শরীফ আহমেদ শামীম (নিজস্ব প্রতিবেদক, গাজীপুর)।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">১৪ উপজেলার প্রতিনিধিদের মধ্যে সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন আলম ফরাজী (আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ), শফিকুল ইসলাম শিল্পী (রানীশংকৈল উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও), রোকনুজ্জামান মানু (উলিপুর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম), সৈয়দ জাহিদ মাসুদ (অভয়নগর উপজেলা প্রতিনিধি, যশোর), জসীম পারভেজ (কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী), মোস্তাফিজুর রহমান (কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজার), ছোটন কান্তি নাথ (চকরিয়া উপজেলা প্রতিনিধি, কক্সবাজার), মো. জাকারিয়া আলফাজ (টেকনাফ উপজেলা প্রতিনিধি, কক্সবাজার), আব্দুল্লাহ আল-অনিক (বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি, নাটোর), আব্দুল্লাহ সৌদ (কালাই উপজেলা প্রতিনিধি, জয়পুরহাট), রাসেল আহমেদ (রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ), গণেশ চন্দ্র পাল (গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি, রাজবাড়ী)। এ ছাড়া সেরা কর্মীর পুরস্কার পেয়েছেন আবুল কালাম আজাদ ঠাণ্ডা (ফটো সাংবাদিক, বগুড়া) এবং সালাহউদ্দিন (ফটো সাংবাদিক, রাজশাহী ব্যুরো)।</span></span></span></span></span></p>