<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহায়তার প্রয়োজনীয়তা যাচাইয়ে একটি মিশন গতকাল মঙ্গলবার কাজ শুরু করেছে। প্রথম দিনই ওই মিশন বৈঠক করেছে নির্বাচন কমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সাংবাদিকদের এ তথ্য জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, ১০ দিনের এই মিশনে জাতিসংঘ দল বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। গোয়েন লুইস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে আমরা রাজনৈতিক দল হিসেবে যাদের কথা চিন্তা করতে পারি, তাদের সবার সঙ্গেই জাতিসংঘের সহযোগিতার প্রয়োজনীয়তা যাচাই মিশন দেখা করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, নির্বাচন কমিশন কারিগরি সহায়তার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে অনুরোধ করেছিল। জাতিসংঘ কী ধরনের সহযোগিতা করতে পারে এবং নির্বাচনের পরিবেশ কেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তা এই মিশন যাচাই করবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের আবাসিক সমন্বয়ক স্পষ্ট জানান, তাঁরা স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনে কারিগরি সহায়তার বিষয়ে কথা বলছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপি আগামী আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন চায়। এ বিষয়ে জানতে চাইলে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা কোনো সময়সীমা নিয়ে কথা বলছি না। নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত অধ্যাপক ইউনূসের সরকার ও রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস গতকাল অন্য বৈঠকে জানান, নির্বাচন কমিশন বেশ কিছু সহযোগিতার অনুরোধ জানিয়েছে। আজ বুধবার জাতিসংঘের দলটি চট্টগ্রামে বেশ কিছু বৈঠক করবে। আগামী কয়েক দিন নির্বাচনসংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বৈঠকের পর আবারও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে জাতিসংঘ দল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১০ দিনের মিশন সম্পর্কে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন, এই সফরে জাতিসংঘ দল নাগরিক সমাজ, শিক্ষাবিদ, রাজনৈতিক দল ও নির্বাচনসংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>