<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ নেই। নীতির ঠিক নেই। কোনো সরকারই কথা দিয়ে কথা রাখে না। ইউটিলিটি ঠিকমতো পাওয়া যায় না। যখন-তখন ভ্যাট-ট্যাক্স বাড়ানো হয়। হয়রানি সীমাহীন। রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে আছেন সব খাতের বিনিয়োগকারীরা। বিদ্যমান ব্যবসায় যে সমস্যা রয়েছে, তা সমাধান না হলে নতুন বিনিয়োগকারী আসবে না। এসব মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। তাঁরা বলেন, দুর্নীতির কারণে সব খাত নষ্ট হয়ে গেছে। এসব ভেঙে দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার রাজধানীর পল্টন টাওয়ারে অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ীরা। ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, প্রশাসক হাফিজুর রহমান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান, লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল। ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডার ব্যাবসায়িক উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রোচি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৭০-এর দশকে আমাদের দেশে ব্রেন ড্রেন হতো, আর এখন স্কিল ড্রেন হচ্ছে, উদ্যোক্তা ড্রেন হচ্ছে। তরুণ উদ্যোক্তাদের জন্য ট্যাক্স ফ্রি হওয়া উচিত, যাতে তারা তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দিতে পারে। দেশি বিনিয়োগকারীদের সুবিধা দিলে বিদেশি বিনিয়োগ এমনিই বাড়বে। কারণ বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আগে স্থানীয় বিনিয়োগকারীদের জিজ্ঞেস করেন, দেশে বিনিয়োগ পরিস্থিতি কেমন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবুল কাশেম খান আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের প্রধান সমস্যা হচ্ছে অসংগত নীতি। প্রতিবছর আমরা ভয়ভীতির মধ্যে থাকি যে ট্যাক্স বাড়ল কি কমল। বিডা চেষ্টা করতে থাকে বড় বড় বিনিয়োগকারী দেশে আনার জন্য। তারা সন্দেহে থাকে, ট্যাক্স বাড়বে কি না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ বছর ধরে আমরা একই কথা বলে আসছি যে কেন বাংলাদেশে অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগকারীদের একটা কমন প্রশ্ন থাকে, বাংলাদেশে ট্যাক্স রেটটা কত আসলে? কোনো বেঞ্চমার্ক নেই। বিভিন্ন ধরনের ট্যাক্স রেট আরোপ করায় কার্যকর মৌলিক করহারের কাঠামো নেই। এটা হচ্ছে বিনিয়োগের প্রথম বাধা। এরপর উচ্চ করের সঙ্গে আছে অসংগত নীতি। নীতি চেঞ্জ করে দেওয়া হচ্ছে যখন-তখন। এতে অনিশ্চয়তার মধ্যে পড়েন বিনিয়োগকারীরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনে বাংলাদেশে কোনো সময়সীমা নেই। প্রকল্প শুরু হতেই অনেক বছর লেগে যায়। ফলে বিনিয়োগের সুফল মিলবে না। এরপর আছে জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানি। যারা ভালো ট্যাক্স দিচ্ছে, তাদের আবার দিচ্ছে। পরের বছর আবার অডিট করছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবুল কাশেম খান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি মনে করি নীতির ক্ষেত্রে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা দরকার। তাদের নিয়ে পলিসি করলে তারা অভিযোগ করতে পারবে না। প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, সব স্ট্রাকচার ভেঙে দিয়ে নতুন করে করতে হবে। প্রধান অবজেক্টিভ হবে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা। প্রতিযোগিতা বাড়াতে হবে। শ্রমঘন শিল্প তৈরি করতে হবে ২০-৩০ বছরের জন্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাপ্লাই চেইন মেকানিজমে আমরা অনেক দুর্বল, সব কিছু আমাদের আমদানি করতে হয়। এদিকে নজর দিতে হবে। আমাদের ব্যাকএন্ড সাপ্লাই চেইন মেকানিজম নেই। আবার ফরেক্স এক্সচেঞ্জ সীমাবদ্ধতার জন্য প্রযুক্তি ট্রান্সফার হচ্ছে না। সব কিছু পুনর্বিবেচনা করতে হবে। আমাদের ব্যবসা পরিচালন ব্যয় অনেক বেশি। ট্রেড লাইসেন্স সিটি করপোরেশনের রেভিনিউ ইনকামের সোর্স। এটাকে অ্যাবলিশ করা উচিত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিস্টেম লসের নামে চুরি বন্ধ হলে গ্যাসের দাম বাড়ানো লাগে না</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্যাস সরবরাহে সিস্টেম লসের নামে ১০ শতাংশ চুরি বন্ধ করা গেলে নতুন করে গ্যাসের দর বাড়ানোর প্রয়োজন হবে না। বর্তমান অন্তর্বর্তী সরকারই পারে এই চুরি বন্ধ করতে। কারণ তাদের ভোটের প্রয়োজন নেই। এমন মন্তব্য করেছেন তৈরি পোশাক রপ্তানি খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এ কে আজাদ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন করে গ্যাসের দরবৃদ্ধি ও ভ্যাট-ট্যাক্স বাড়ানোর সমালোচনা করে এ কে আজাদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার যে নীতি নিচ্ছে, এগুলো বাস্তবায়িত হলে আমরা কোথায় যাব? গ্যাসের দাম এবং ভ্যাট বৃদ্ধির আগে অর্থনীতি ও জনজীবনে এর কী প্রভাব পড়বে তা খতিয়ে দেখা হয়নি। ব্যবসায়ীদের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা করা হয়নি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, পণ্য আমদানি, রপ্তানি এবং মূলধনী যন্ত্রের আমদানি কমেছে। এই চিত্র বলছে, বিনিয়োগ কমেছে। অর্থনীতির এই পরিস্থিতিতে গ্যাসের দাম এবং ভ্যাট বৃদ্ধির প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা চিন্তা করা উচিত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ কে আজাদ বলেন, আসলে সব সরকারের চরিত্রই এক। গত সরকার বলেছিল, গ্যাসের দাম বাড়িয়ে সরবরাহ নিরবচ্ছিন্ন করবে। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্যাস পরিস্থিতির বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকা উচিত। মালয়েশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটিতে উৎপাদিত গ্যাসের ৭০ শতাংশই শিল্পে ব্যবহার করা হয়। এবং গ্যাসের বরাদ্দ শিল্প মন্ত্রণালয়ই করে থাকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্পে গ্যাস সরবরাহ সংকট নিয়ে উদ্যোক্তাদের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা আপাতত রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্প-কারখানাগুলো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দেওয়া যায় কি না তা চিন্তা করছি। এগুলো ইজেড ঘোষণা করা হবে। কারণ এখানে এরই মধ্যে গ্যাস-বিদ্যুতের সরবরাহ সুবিধা রয়েছে। ফলে কারখানাগুলোর দ্রুত উৎপাদনে যাওয়া সম্ভব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, নতুন বিনিয়োগ আনতে দেশের বাইরে গিয়ে রোড শো করার চেয়ে দেশের বিদ্যমান বিনিয়োগের পরিস্থিতি বোঝার প্রয়োজন বেশি। তাদের চ্যালেঞ্জগুলো শনাক্ত করা দরকার। বিনিয়োগকারীদের সমস্যা সমাধানের উদ্যোগ নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান বলেন, স্টক মার্কেটে বিনিয়োগ করলে দস্যুরা নিয়ে যায়। দোকান দিলে চাঁদাবাজরা নিয়ে যাবে। এই অনিশ্চয়তা নিয়ে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। তিনি বলেন, দেশে বিনিয়োগের পথ সুগম করতে ট্যাক্স হ্যাভেন না হলেও একটু সুবিধা দিতে হবে, যাতে ব্যবসা করতে গিয়ে কিছু পুঁজি নিয়ে দ্বারে দ্বারে ঘুরতে না হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু ৭ এপ্রিল</span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী ৭ থেকে ১০ এপ্রিল চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হচ্ছে জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের যে ১৯টি সম্ভাবনাময় খাত রয়েছে, তার মধ্যে ৯টি বেশি সম্ভাবনাময়। এগুলো নিয়ে কাজ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চৌধুরী আশিক মাহমুদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন ব্যবসায়ী মহল থেকে আমরা ২১টি সমস্যা চিহ্নিত করেছি, যা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সমাধানের চেষ্টা করছি। আমাদের বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের সমস্যা সমাধান করতে কাজ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, যাঁরা বাংলাদেশে এত বছর ব্যবসা করেছেন তাঁরা আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কারণ এত যুদ্ধ করে তাঁরা ব্যবসা করছেন এবং এখনো করে যাচ্ছেন। এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>