‘বুড়া বয়সে (শেষ বয়সে) এই ঠাণ্ডায় গাও (শরীর) খালি থরথর করি কাঁপে। রাইতোত নিন ধরে না। তোমরা এই কম্বল দিয়া ঠাণ্ডার হাত থাকি মোক বাঁচাইনেন বাহে। দোয়া করোং আল্লায় তোমার ভালো করবে।
‘বুড়া বয়সে (শেষ বয়সে) এই ঠাণ্ডায় গাও (শরীর) খালি থরথর করি কাঁপে। রাইতোত নিন ধরে না। তোমরা এই কম্বল দিয়া ঠাণ্ডার হাত থাকি মোক বাঁচাইনেন বাহে। দোয়া করোং আল্লায় তোমার ভালো করবে।
তাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল গঙ্গাচড়া উপজেলার নোহালী কেএনবি উচ্চ বিদ্যালয়, পাকুরিয়া শরীফ আফজালীয়া শিশু সদন, সয়রাবাড়ি, মর্ণেয়া ও বুড়িরহাট এলাকায় চার হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়। পাকুরিয়া শরীফ আফজালীয়া শিশু সদনের শিশুরা কম্বল পেয়ে শুকরিয়া আদায় করে এবং বসুন্ধরা গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া করে।
সম্পর্কিত খবর
মার্কেন্টাইল ব্যাংক : মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের বিভিন্ন শাখার ফ্রন্ট ডেস্কে নিযুক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ব্যাংকের এমডি মতিউল হাসান প্রশিক্ষণটি উদ্বোধন করেন। সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
ফুডপান্ডা : রাজধানীর বনানীতে গ্র্যান্ড ইফতার বাজার-পাওয়ার্ড বাই সিটি ব্যাংক অ্যামেরিকান এক্সপ্রেস আয়োজন করেছে অনলাইন ফুড ও গ্রসারি ডেলিভারি প্ল্যাটফরম ফুডপ্যান্ডা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও এমডি আম্বারীন রেজা এবং জুবায়ের বি এ সিদ্দিকী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
ডিসেন্ট টায়ার : টায়ার কিনলে এসি, টিভি, ফ্রিজ বাইসাইকেলসহ নানা উপহার জেতার সুযোগসংবলিত ‘ডিসেন্ট টায়ার উপহার উৎসব’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে আরএফএলের টায়ার ব্র্যান্ড ডিসেন্ট।
এফএসআইবি : ‘বৈধ পথে আসছে টাকা, সচল এখন দেশের চাকা’ এই প্রত্যয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সেবা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম তিন হাজার ৫৫৭ টাকা বেড়ে এক লাখ ৫১ হাজার ৯০০ টাকা হয়েছে। আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।