শেখ কবির হোসেন বিআইএর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
শেখ কবির হোসেন বিআইএর প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত
শেখ কবির হোসেন

শেখ কবির হোসেন সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ২০২১ ও ২০২২ সালের জন্য প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন। মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও কর্ণফুলী ইনস্যুরেন্স কম্পানির ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নিটল ইনস্যুরেন্স কম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ এমপির সভাপতিত্বে গত ৯ এপ্রিল ভার্চুয়ালি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন বোর্ডের অন্য দুই সদস্য নিজাম উদ্দিন আহমেদ ও মোস্তফা গোলাম কুদ্দুছ উপস্থিত ছিলেন। নির্বাচন বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নিশীথ কুমার সরকার, সেক্রেটারি জেনারেল, বিআইএ। শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইনস্যুরেন্স কম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেম্বার অব গভর্নরস।
  এ ছাড়া দেশের একমাত্র ইসলামী চক্ষু হাসপাতালের ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।  সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান, সিডিবিএলের চেয়ারম্যান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডেরও চেয়ারম্যান।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

সিঙ্গার বাংলাদেশ : সিঙ্গার বাংলাদেশ সম্প্রতি এর মূল প্রতিষ্ঠান বেকোর সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত এর অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/31-01-2025/2/kalerkantho-ib-5a.jpg

সোনালী ব্যাংক : সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিবিধ ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/31-01-2025/2/kalerkantho-ib-5a.jpg

প্রাইম ব্যাংক : প্রাইম ব্যাংকের কম্প্রিহেনসিভ ক্যাশ ম্যানেজমেন্ট সেবা নেবে ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। সম্প্রতি এ সম্পর্কিত চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি।

প্রাইম ব্যাংকের এসইভিপি সাজিদ রহমান এবং ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ফাইন্যান্স কন্ট্রোলার রাকেশ হামিরওয়াসিয়া চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/31-01-2025/2/kalerkantho-ib-5a.jpg

রূপায়ণ সিটি : সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও প্রিমিয়াম ব্র্যান্ড কুপার্সের মধ্যে এক বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং কুপার্সের চেয়ারম্যান জন কুপার্স চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী, মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তারা ও কুপার্সের এমডি সায়মন কুপার উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

মন্তব্য

ভারত থেকে আরো পাঁচ টন ডাল আমদানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ভারত থেকে আরো পাঁচ টন ডাল আমদানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরো পাঁচ টন ডাল আমদানি করা হয়েছে। গত বুধবার ভারতীয় একটি ট্রাকে করে এই ডাল বাংলাদেশে প্রবেশ করে। পরে তা বন্দর এলাকায় নামিয়ে রাখা হয়। প্রতি কেজি ১০৮ টাকা দরে ডাল আমদানি করা হয়।

এর আগে সোমবার প্রথমবারের মতো পাঁচ টন ডাল আমদানি করা হয়। রমজান সামনে রেখে ডাল আমদানি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। বাজারে ভালো দর পাওয়া গেলে ও চাহিদা থাকলে নিয়মিত ডাল আমদানির আশা করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য পণ্যও আনার চিন্তা করছেন ব্যবসায়ীরা।
চলতি অর্থবছরে এর আগে এই বন্দর দিয়ে জিরা আমদানি করা হয়। ৬ জানুয়ারি পাঁচ টন জিরা আসে, যা চলতি অর্থবছরে প্রথমবারের মতো আমদানির ঘটনা। আখাউড়া স্থলবন্দর মূলত রপ্তানিমুখী বন্দর হিসেবে পরিচিত। সূত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ট্রেড ইন্টারন্যাশনাল টনপ্রতি ৯০০ ডলারে এসব ডাল আমদানি করেছে।
সিঅ্যান্ডএফ ছিল আখাউড়ার মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক হলো ভারতের কলকাতার এমক্সটিম প্রাইভেট লিমিটেড।

মন্তব্য

সর্বশেষ সংবাদ