মেহেরপুরে স্যানিটারি ল্যান্ড ফিল্ড ও পয়োবর্জ্য শোধনাগার উদ্বোধন

বর্জ্য থেকে হবে জৈব সার

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
বর্জ্য থেকে হবে জৈব সার
মেহেরপুর পৌরসভার নবনির্মিত ডাম্পিংয়ে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ছবি : কালের কণ্ঠ

মেহেরপুর শহর এখন থেকে পরিষ্কার থাকবে। কোনো সড়কে, এমনকি কারো বাড়ির সামনে কোনো ধরনের ময়লা-আবর্জনা থাকবে না। সেই সব ময়লা-আবর্জনা পৌরসভার গাড়িতে করে নিয়ে এসে ফেলা হবে ডাম্পিংয়ে। বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেই আবর্জনাগুলো পরবর্তী সময়ে জৈব সারে রূপান্তরিত হবে, যা এলাকার কৃষিকাজে ভূমিকা রাখবে।

একই সঙ্গে পয়োবর্জ্যর জন্য শোধনাগার করা হয়েছে। সেখানেও এগুলো ফেলা হবে। সেখান থেকেও জৈব সার উত্পাদন হবে।

গতকাল মঙ্গলবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ব্র্যাক অফিসের পেছনে দুই কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দে নির্মিত স্যানিটারি ল্যান্ড ফিল্ড ও পয়োবর্জ্য পরিশোধনাগার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মাহফুজুর রহমান এ কথা বলেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইআইপি-৩)-এর অর্থায়নে  তিন একর জমির ওপর স্যানিটারি ল্যান্ড ফিল্ড (ডাম্পিং) ও পয়োবর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হয়েছে। ২০১৮ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়।

মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে পৌর মেয়র বলেন, মেহেরপুরের মানুষ পৌরসভার কাছে খেতেও চায় না, পরতেও চায় না। তারা চায় পরিষ্কার-পরিচ্ছন্ন একটি শহর, একটি সমাজ। তারই আলোকে আজকে আমাদের একটি বড় পাওয়ার দিন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

দারা খশরুশাহী

প্রধান নির্বাহী কর্মকর্তা, উবার
শেয়ার
দারা খশরুশাহী

আগামী দশকেই উবার ড্রাইভারের পাশাপাশি সমানতালে যাত্রীসেবা দেবে স্বয়ংক্রিয় গাড়ি। তবে ২০৩৫ সালের পর রাস্তায় শুধু স্বয়ংক্রিয় গাড়িই যাত্রীসেবা দেবে। এতে চিত্রটা আরো পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন উবারের সিইও দারা খশরুশাহী। রোবট্যাক্সির মাধ্যমে যাত্রীসেবা দিতে ২০২৩ সালে অ্যালফাবেটের শাখা কম্পানি ওয়েমোর সঙ্গে চুক্তি করে উবার।

 

 

মন্তব্য

বাংলালিংকের ২০ বছর পূর্তি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
বাংলালিংকের ২০ বছর পূর্তি

বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশের জন্য এআইনির্ভর আগামী ও ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। ঢাকায় অনুষ্ঠিত এই মাইলফলক ইভেন্টে শিল্প খাতের প্রতিনিধি, ব্যাবসায়িক অংশীদার ও সরকারি অংশীজনরা একত্র হন এবং গত দুই দশকের রূপান্তরমূলক যাত্রার ওপর আলোকপাত করেন। আয়োজনে বাংলালিংকের পক্ষ থেকে আগামীর বাংলাদেশে ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি রোডম্যাপ উন্মোচন করা হয়।

  বাংলালিংকের দেওয়া তথ্য বলছে, এ দেশে ডিজিটাল সেবার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে, বাংলালিংকের বৈচিত্র্যময় ডিজিটাল পোর্টফোলিও ও সমাধানের মাধ্যমে লাখ লাখ মানুষের জন্য মোবাইল যোগাযোগ, প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবা আরো সহজলভ্য করেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ