স্মল বিজ

ওয়ালটনের ১৫তম বার্ষিক সাধারণ সভা

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ওয়ালটনের ১৫তম বার্ষিক সাধারণ সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়। কম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী এতে সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন কম্পানির ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, পরিচালক এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা প্রমুখ।

সভায় শেয়ারহোল্ডাররা গত ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এ ছাড়া ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

আড়ং : কক্সবাজারে নতুন আউটলেটের উদ্বোধন করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণীয় এই বিপণন কেন্দ্রে মিলবে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের অনন্য সংগ্রহ। ব্র্যাক এন্টারপ্রাইজের এমডি তামারা হাসান আবেদ বলেন, এই বিস্তৃত আউটলেটটি তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ-এর পণ্যসহ আড়ংয়ের নিজস্ব সব সংগ্রহ উপস্থাপন করবে। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/18-03-2025/2/kalerkantho-ib-5a.jpg

ওয়ালটন : ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন রাজধানীর শনির আখড়ায় তুষারধারা আবাসিক এলাকার বাসিন্দা আলী মর্তুজা।

এর আগে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির এবং নেত্রকোনার কৃষক খোকন মিয়া। ক্রেতা মর্তুজার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

পাটব্যাগ সহজলভ্য করতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পাটব্যাগ সহজলভ্য করতে চায় সরকার

পাটের ব্যাগ সহজলভ্য করে কম মূল্যে বাজারে আনতে চান বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে মতবিনিময়সভা হয়। ঢাকা মহানগরের বিভিন্ন বাজার সভাপতি ও সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাটব্যাগ আপনারাই উৎপাদন করেন, আপনারাই ব্যবসায়ী হন। পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি আমরা বাস্তবায়ন করছি, সরকার সে লক্ষ্যে কাজ করছে।

পাটব্যাগ বাজারে সহজলভ্য করতে উদ্যোগী সরকার। পুনরায় ব্যবহারযোগ্য, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী এ ব্যাগের বিপণন সহজ করতেও পরামর্শ চান তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ