<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিপুলসংখ্যক দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক বিদেশে পাঠিয়ে রেমিট্যান্স আয়ে এগিয়ে যাচ্ছে ভারত। ২০২৯ সাল নাগাদ ভারতে বার্ষিক রেমিট্যান্স বা প্রবাস আয় ১৬০ বিলিয়ন ডলার বা ১৬ হাজার কোটি ডলারে পৌঁছাবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দ্য হিন্দু পত্রিকায় বলা হয়েছে, বিশ্বের মোট রেমিট্যান্স বা প্রবাসী আয়ের ১৩.৫ শতাংশই আসে ভারতে। দেশটির উচ্চ দক্ষতাসম্পন্ন মানুষ বিশ্বের বিভিন্ন বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত। তাঁদের কারণে প্রবাসী আয় পাওয়ার ক্ষেত্রে ভারতের এই বাড়বাড়ন্ত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেই সঙ্গে ভবিষ্যতে শ্রম সরবরাহের ক্ষেত্রে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে জন্য দেশটি এক রকম প্রস্তুত। ২০৪৮ সাল পর্যন্ত ভারতে কর্মজীবী জনসংখ্যা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ তরুণ জনগোষ্ঠীর সংখ্যাধিক্যের সুযোগ তারা পাচ্ছে। এর বিপরীতে উন্নত দেশগুলোয় কর্মক্ষম মানুষ কমছে। এই বাস্তবতায় শ্রম সরবরাহে ভারতের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে বলেই ধারণা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছর প্রবাসী ভারতীয়রা ১১ হাজার ৫০০ কোটি ডলার প্রবাসী আয় পাঠিয়েছেন। দেশটির জিডিপিতে প্রবাসী আয়ের অনুপাত তাই বেড়েছে। ২০০০ সালে এই অনুপাত ছিল ২.৮ শতাংশ। গত বছর তা বেড়ে ৩.২ শতাংশে উন্নীত হয়েছে। ভারতের জিডিপি অনুপাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহের তুলনায় প্রবাসী আয়ের হিস্যা বেশি। ২০২৩ সালে এফডিআইয়ের অনুপাত ছিল ১.৯ শতাংশ। জিডিপিতে প্রবাসী আয়ের হিস্যা বৃদ্ধিতে ভারতের বাহ্যিক খাত শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার জন্য এ প্রতিবেদন তৈরিতে কাজ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ (ডিইপিআর) ও অন্যান্য সংস্থা। বলা হয়েছে, ভারতীয়দের দক্ষতা প্রমাণিত। ভবিষ্যতে সারা বিশ্বেই ভারতীয় অভিবাসী কর্মীর চাহিদা বাড়বে। এতে যেমন ভারতের বৈশ্বিক ভাবমূর্তি উজ্জ্বল হবে, তেমনি রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বাড়বে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০২৩ সালে বৈশ্বিক রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ ৮৫ হাজার ৭৩০ কোটি ডলারে উঠেছে। সবার ওপরে আছে ভারত। বাকি দেশগুলোর সঙ্গে ভারতের আয়ের পার্থক্যও অনেক। তালিকায় পরের অবস্থানে থাকা মেক্সিকো, চীন ও ফিলিপাইন প্রবাসী আয় পেয়েছে যথাক্রমে ছয় হাজার ৬২০ কোটি, চার হাজার ৯৫০ কোটি ও তিন হাজার ৯১০ কোটি ডলার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনসংখ্যার অনুপাতে দেখা যাচ্ছে, ২০২০ সালে ভারতের ১.৩ শতাংশ মানুষ অভিবাসী হিসেবে বিশ্বের অন্য কোনো দেশে ছিল। ২০২১ সালে ভারতের অর্ধেকেরও বেশি প্রবাসী আয় এসেছে উপসাগরীয় অঞ্চল থেকে; একই সময়ে উত্তর আমেরিকা থেকে এসেছে ২২ শতাংশ।</span></span></p> <p style="text-align:left"> </p>