<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নতুন আইফোন উন্মোচনের পরও অ্যাপলের শেয়ারমূল্য কমেছে। সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত গ্লো টাইম ইভেন্টে আইফোন ১৬ সিরিজ, অ্যাপল ওয়াচ সিরিজ ১০ ও এয়ারপডস ৪ নিয়ে আসার ঘোষণা দেয় অ্যাপল। অ্যাপলের সদ্য উন্মোচিত নতুন চারটি আইফোন মডেল হলো আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬। আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিকে ১৮ প্রো চিপ থাকবে। নতুন আইফোনগুলোর ডিজাইনে কিছু সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে। প্রো মডেল দুটির ডিসপ্লের আকার সামান্য বাড়ানো হয়েছে। আইফোন ১৬ প্রোতে ৬.৩ ইঞ্চি স্ক্রিন ও প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চি স্ক্রিন থাকবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আইফোন ১৬ সিরিজের ফোনে পেছনের দুটি রিয়ার ক্যামেরা ওপর-নিচে বসানো হয়েছে। আইফোন ১৬ প্রো ম্যাক্সে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা লেন্সের ক্যামেরা। পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকায় পাঁচ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম-সুবিধা পাওয়া যাবে আইফোনে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> ১৬ মডেলের ফোনগুলোতে একটি অ্যাকশন বাটন যুক্ত করেছে অ্যাপল। বাটনটি ক্যামেরা চালু বা নোটিফিকেশন সাইলেন্ট করতে কাজে লাগবে। আইফোনগুলো পাওয়া যাবে আল্ট্রামেরিন, টিল, গোলাপি, কালো ও সাদা রঙে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আইফোন ১৬-এর দাম ৭৯৯ ডলার (প্রায় ৯৫ হাজার ৮৮০ টাকা), ১৬ প্লাসের দাম ৮৯৯ ডলার (প্রায় এক লাখ ৭ হাজার টাকা), আইফোন ১৬ প্রোর দাম এক হাজার ৯৯ ডলার (প্রায় এক লাখ ৩১ হাজার টাকা) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম এক হাজার ১৯৯ ডলার (প্রায় এক লাখ ৪৩ হাজার টাকা) ধরা হয়েছে। ফোনগুলো যুক্তরাষ্ট্রের বাজারে ২০ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নতুন প্রযুক্তিপণ্যের পাশাপাশি </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অ্যাপল ইন্টেলিজেন্সি</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> নামের একটি জেনারেটিভ এআই সফটওয়্যার নিয়ে আসারও ঘোষণা দেয় অ্যাপল।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এর পরও সোমবার তাদের প্রতিটি শেয়ার বিক্রি হয় ২২০.৯১ ডলারে। রবিবারের চেয়ে এই দাম ০.৪ শতাংশ কম। মঙ্গলবার প্রি মার্কেট সেশনে এই হার কমে দাঁড়ায় ১.২৩ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আইফোন উন্মোচনের কয়েক ঘণ্টা পরই মঙ্গলবার শেনজেনে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোন আনে হুয়াওয়ে। হুয়াওয়ের নতুন ফোল্ডেবল ফোনটির ৪০ লাখ ইউনিট প্রি-অর্ডার জমা পড়েছে অনলাইনে। ফোনটির দাম দুই হাজার ৮০০ ডলার। ফোল্ডেবল ফোনের বাজারে হুয়াওয়ের মার্কেট শেয়ার এখন ২৭.৫ শতাংশ।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ফোল্ডেবল ফোন প্রি-অর্ডারের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে। এতে বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। আগামীতে তাদের শেয়ারের মূল্য বাড়বে নাকি কমবে তার অনেকটাই নির্ভর করবে আইফোনের ১৬ সিরিজের কত ইউনিট বিক্রি হবে তার ওপর।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র : ফিন্যানশিয়াল এক্সপ্রেস, সিএনএন</span></span></span></span></span></p>