<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতলের ব্যবহার বন্ধের নির্দেশনা প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ ছাড়া নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন ও হালনাগাদ সম্পর্কিত আরেকটি নির্দেশনা দেন তিনি। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টার দপ্তর থেকে অফিস আদেশের মাধ্যমে নির্দেশনা দুটি জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউস প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে হবে।</span></span></span></span></p>