<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেনে কারসাজি করায় এ এস এম হাসিব হাসানকে কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কর্ণফুলী ইনস্যুরেন্সের শেয়ারের লেনদেনে কারসাজি করায় সাত ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সভা শেষে বিএসইসির মুখপাত্র ও পরিচালক ফারহানা ফারুকী জানান, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের লেনদেনে কারসাজির কারণে এ এস এম হাসিব হাসান সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে।</span></span></span></span></span></p>