<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ভারতের শিল্পোন্নয়নের অন্যতম অগ্রনায়ক রতন টাটা মারা গেছেন। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে তিনি ২০ বছর দায়িত্ব পালন করে ২০১২ সালে অবসরে যান। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">শুধু ব্যাবসায়িক জগতেই নন, নানা কল্যাণকর কাজে নিয়োজিত থাকার জন্যও রতন টাটা বিশেষভাবে পরিচিত। ভারতের অন্যতম দয়াবান শিল্পপতি মনে করা হয় তাঁকে। শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, গ্রামীণ উন্নয়ন, বিপর্যয়কালীন ত্রাণ সর্বক্ষেত্রেই অবদান রয়েছে টাটার। আর এ কারণেই তিনি তৈরি করেছিলেন টাটা ট্রাস্ট। আজীবন অকৃতদার থেকেছেন রতন টাটা, তাঁর কোনো সন্তানাদিও নেই। ফলে তাঁর মৃত্যুতে এত বিপুল সম্পদের ভার কার ওপর পড়বে তা নিয়েই উঠছে প্রশ্ন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রতন টাটার সম্পদের পরিমাণ তিন হাজার ৮০০ কোটি রুপি। আর টাটা গ্রুপের মূল্যমান ৩৩ লাখ ৭০০ কোটি রুপি। পৃথিবীর ছয়টি মহাদেশের ১০০টি দেশে এই ব্যবসায়ী গ্রুপের কার্যক্রম রয়েছে। জ্বালানি, গাড়ি, প্রকৌশল, তথ্য-প্রযুক্তি, যোগাযোগসহ বিভিন্ন খাতে তাদের ব্যবসা রয়েছে। বিশ্বজুড়ে টাটা কম্পানিগুলোয় কাজ করেন আট লাখ কর্মী। বিশাল এই ব্যবসায়ী সাম্রাজ্য পরিচালনা করার দায়িত্ব পড়বে এখন নতুন নেতৃত্বের হাতে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রতন টাটার মা-বাবার নাম নাভাল টাটা ও সোনি। নাভাল ও সোনির বিবাহবিচ্ছেদ হয় ১৯৪০ সালে এবং তারপর ১৯৫৫ সালে সুইস মহিলা সিমোনকে বিবাহ করেন নাভাল টাটা। নাভাল ও সিমোনের অন্যতম পুত্র নোয়েল টাটা। রতন টাটার নিজের সন্তানাদি না থাকায় এটা অনেকেই মনে করছেন যে তাঁর যোগ্য উত্তরসূরি হবেন তাঁর বৈমাত্রেয় ভাই নোয়েল। প্রয়াত টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বোনকে বিবাহ করেছিলেন নোয়েল টাটা। নোয়েল টাটার তিন সন্তান রয়েছে</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মায়া, নেবিল ও লি টাটা। নোয়েল টাটার কন্যা মায়া টাটার বয়স ৩৪ বছর। তিনি বায়েস বিজনেস স্কুল ও ওয়্যারউইক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। প্রথমে টাটা অপরচুনিটি ফান্ডে কাজ শুরু করেন মায়া এবং তারপর চলে যান টাটা ডিজিটালে। এখানেই তিনি টাটা নিউ অ্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টাটা মেডিক্যাল সেন্টার ট্রাস্টের বোর্ড সদস্য এখন মায়া।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পারিবারিক ব্যবসাতেই যোগ দিয়েছেন নেবিল টাটা। টয়োটা কির্লোস্কার গ্রুপের উত্তরসূরি মানসী কির্লোস্কারকে বিবাহ করেন নেবিল। তাঁদের সন্তানের নাম জামশেদ টাটা। ট্রেন্ট লিমিটেডের অধীনে টাটা স্টার বাজারের দায়িত্ব সামলান নেবিল। জুডিও এবং ওয়েস্টসাইডের দায়িত্বেও আছেন তিনি।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টাটা গ্রুপের হোটেল ব্যবসা সামলান লি টাটা। তার বয়স ৩৯ বছর। স্পেনের আইই বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছেন লি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সূত্র : হিন্দুস্তান টাইমস, এবিপি নিউজ</span></span></span></span></span></p> <p> </p>