<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে আরো বেশিসংখ্যক নারীর কর্মসংস্থান বাড়লে পণ্য, সেবা ও কৃষি খাতের উৎপাদন ২৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্থাটির দক্ষিণ এশিয়া উন্নয়ন হালনাগাদ রিপোর্টে বলা হয়, শুধু উৎপাদন খাতে নারীর অংশগ্রহণ বাড়লেও দেশের উৎপাদন ২১ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। পোশাকশিল্পে বিপুলসংখ্যক নারী কাজ করেন। তবে বৃহত্তর উৎপাদন খাতে নারী-পুরুষের ব্যবধান অনেক বেশি। এতে আরো বলা হয়, ২০২৩ সালে বাংলাদেশে শ্রমবাজারে নারীর অংশগ্রহণের হার ছিল ৩৭ শতাংশ। ২০২২ সালেও একই হার ছিল, অর্থাৎ নারীর অংশগ্রহণের হার আগের তুলনায় বাড়েনি। রিপোর্টে আরো বলা হয়, সরবরাহের সীমাবদ্ধতা, নিয়ন্ত্রণমূলক আইন ও রক্ষণশীল সামাজিক রীতিনীতিই নারীকে পিছিয়ে রেখেছে। কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে এগুলোই প্রধান বাধা। প্রতিবেদনে আরো বলা হয়, আরো বেশিসংখ্যক নারী কৃষি খাতে কাজ করলে শ্রম উৎপাদনশীলতা বেড়ে যাবে। পাশাপাশি কর্মস্থলে লিঙ্গবৈষম্য কমবে। লিঙ্গবৈষম্য দূর করতে পারলে সেবা খাতে লাভের সম্ভাবনা ৮.১২ শতাংশ। বিশ্বব্যাংক আরো বলেছে, দেশে নারী সুরক্ষা আইন দুর্বল। ফলে নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি দেখা দেয়। বাংলাদেশ ও পাকিস্তানের সমাজ নারীদের প্রতি সবচেয়ে রক্ষণশীল। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার পুরুষের চেয়ে অনেক কম। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ ফ্রান্সিসকা ওনসোর্গ বলেন, উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর গড় ৫৪ শতাংশ। সে তুলনায় দক্ষিণ এশিয়ায় শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণের হার ৩২ শতাংশের অনেক কম। তবে দক্ষিণ এশিয়াজুড়ে রপ্তানি খাতভেদে এই হার ওঠানামা করে। যেমন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে তৈরি পোশাক, ভারতে কল সেন্টার ও শ্রীলঙ্কায় টেক্সটাইল শিল্পে নারীর অংশগ্রহণ বেশি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বব্যাংকের দেওয়া তথ্য মতে, শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ালে ভারতের উৎপাদন ২৩ শতাংশ, পাকিস্তানের ২১ শতাংশ, নেপালের ২২ শতাংশ ও শ্রীলঙ্কার ২৮ শতাংশ বাড়বে।</span></span></span></span></p>