<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">দেশের কৃষি খাতে প্রাথমিকভাবে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে তুরস্কের খাদ্যপণ্য ও প্রসাধন সামগ্রী ব্যবসার জায়ান্ট </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নাইজেলা ওয়ার্ল্ড</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কম্পানিটির চেয়ারম্যান ফাতিহ ইকেই।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনুষ্ঠানে তুরস্কের নাইজেলা ওয়ার্ল্ড ও বাংলাদেশের হ্যাপি হাটের মধ্যে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। তুর্কি কম্পানিটির চেয়ারম্যান ফাতিহ ইকেই এবং হ্যাপি হাটের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্নেল (অব.) আহমেদ রেহানুল বারী চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মহাসচিব আশরাফুল হক চৌধুরী, নাইজেলা ওয়ার্ল্ডের উপদেষ্টা লরা আকর এবং হ্যাপি হাটের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ এহসানুল বারী চৌধুরী।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনুষ্ঠানে ফাতিহ ইকেই বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের জন্য একটি সম্ভাবনাময় দেশ। এ দেশের জনগণ খুবই আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। অনেক তরুণ এবং গতিশীল মানুষ আছে। প্রথমবার আমরা এই দেশে ১০ মিলিয়ন ডলার বা এক কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছি। ভবিষ্যতে এখানে আরো বিনিয়োগ করব। ব্যবসা করার জন্য সরকারের কাছ থেকে নীতিগত সহায়তা এবং নিরাপত্তা চাই। বাংলাদেশের কৃষি খাতে প্রযুক্তি সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আহমেদ রেহানুল বারী চৌধুরী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হ্যাপি হাটের সহযোগিতায় নাইজেলা বাংলাদেশে বাজারের প্রচার, বিক্রয় ও বাজার উন্নয়নে কাজ করবে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। আমরা সবুজ, জৈব, নিরাপদ এবং উচ্চমানের পণ্য নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশে আমাদের এক হাজার ২০০ জন চুক্তিবদ্ধ কৃষকের একটি নেটওয়ার্ক রয়েছে, যাঁরা নিরাপদ কৃষিপণ্য সরবরাহ করেন। এটি আমাদের কৃষি খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় ডি-৮ মহাসচিব আশরাফুল হক চৌধুরী বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বর্তমানে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার, যা আগামী দিনে তিন বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শক্তিশালী বন্ধন, অর্থনৈতিক, সামাজিক এবং ব্যাবসায়িক সম্পর্কের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নাইজেলা ওয়ার্ল্ড সারা বিশ্বের ৬৩টি দেশে সবুজ ও নিরাপদ খাবার রপ্তানি করে। বহুমুখী কালো বীজ থেকে ভেষজ পরিপূরক এবং তেল থেকে নিরাপদ খাদ্য উপরকণ, ত্বকের যত্ন এবং প্রসাধনী থেকে প্রাপ্ত স্বাস্থ্য পণ্যগুলো ব্যাপকভাবে পরিচিত, ব্র্যান্ডটি গুণমান, নির্ভরযোগ্যতার জন্য বিশ্বব্যাপী খ্যাতি তৈরি করেছে।</span></span></span></span></span></p>