<p>দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকা এবং বন্যার কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রবির আয়ে ভাটা পড়েছে। পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় আয় কমেছে ৫ শতাংশ।</p> <p>চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির মোট আয়ের পরিমাণ দুই হাজার ৪৭৪.৪ কোটি টাকা, গত বছরের একই প্রান্তিকের তুলনায় যা ২.৭ শতাংশ কম। বছরের প্রথম ৯ মাসে মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ৫৯৪.৬ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ের তুলনায় ২.২ শতাংশ বেশি।</p> <p>পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে ভয়েস সেবা থেকে আয় ৩.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ইন্টারনেট সেবা থেকে আয় কমেছে ১৫.৫ শতাংশ। গত বছরের একই প্রান্তিকের তুলনায় ভয়েস সেবা থেকে রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৩.৯ শতাংশ, ইন্টারনেট সেবা থেকে রাজস্ব কমেছে ১০.৩ শতাংশ।</p> <p>গতকাল বুধবার ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক ফলাফল ঘোষণা করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রবি।</p> <p>রবির আর্থিক ফলাফল নিয়ে কম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রাজীব শেঠি বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় ১১ দিন ইন্টারনেট বন্ধ থাকা এবং এরপর ভয়াবহ বন্যা অর্থনীতির জন্য ছিল এক বড় আঘাত। বিপুলসংখ্যক গ্রাহক আমাদের নেটওয়ার্ক ছেড়ে যাওয়ায় স্বভাবতই আমাদের রাজস্বে নেতিবাচক প্রভাব পড়েছে।’</p> <p>সার্বিকভাবে নেতিবাচক আর্থিক পরিস্থিতির কারণে রবির সক্রিয় গ্রাহকের সংখ্যা কমে দাঁড়িয়েছে পাঁচ কোটি ৭৯ লাখে। সক্রিয় গ্রাহকদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা চার কোটি ৪৩ লাখ। এর মধ্যে তিন কোটি ৭০ লাখ গ্রাহক ফোরজি ইন্টারনেট ব্যবহার করেন।</p>