<p>সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। কিছু গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বুধবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু প্রতারকচক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো। প্রয়োজনে গ্যাস বিতরণ কম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।</p> <p> </p>