<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে। টানা তিন দিন ডিএসইর প্রধান সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকলেও গতকাল তা পতন হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ১৯০ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ২.২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৯১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে এদিন মোট ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে সিএসইতে সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে আট হাজার ৭৯৭ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২০.৯৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬২ পয়েন্টে, শরিয়া সূচক ৪.০৫ পয়েন্ট বেড়ে ৯২৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৩.১৭ পয়েন্ট কমে ১২ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছে।</span></span></span></span></p>