<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন ধরে চলমান মন্দা পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে পুঁজিবাজারসংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার তালিকাভুক্ত কম্পানির শেয়ার বিক্রির মূলধনী মুনাফার ওপর কর কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি অর্জিত মূলধনী মুনাফার ওপর করের হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী এ করহার ৩০ শতাংশ। এনবিআরের এমন সিদ্ধান্ত পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে, যার প্রভাব পুঁজিবাজারেও পড়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ২৯.১৮ পয়েন্ট বেড়ে ১১৯১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০.১৬ পয়েন্ট বেড়ে ১৯৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএসইতে মোট ৩৯৯টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩০৪টি কম্পানির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিএসইতে এদিন মোট ৮৩৯ কোটি ৭০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অন্যদিকে সিএসই সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭৯.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯০৫৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৯৫.১০ পয়েন্ট বেড়ে ১৪৮৮০ পয়েন্টে, শরিয়া সূচক ২২.৩৫ পয়েন্ট বেড়ে ৯৫৮ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৯৯.৩৯ পয়েন্ট বেড়ে ১২২৯৪ পয়েন্টে অবস্থান করছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিএসইতে ২৩৮টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৯২টি কম্পানির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত আছে ১৪টির। দিনশেষে সিএসইতে পাঁচ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।</span></span></span></span></p>