<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাকরি ফিরে পেতে সরকারি মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানির (ইডকল) চাকরিচ্যুতরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় স্থায়ী নিয়োগপ্রাপ্ত ১০৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালসহ চার দফা দাবি তুলে ধরেন ইডকলের সাবেক কর্মীরা। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, ইউটিসি ভবনের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত মে দিবসের আগের রাতে পূর্বঘোষিত নোটিশ ছাড়া অন্যায়ভাবে ইডকলের স্থায়ী ১০৬ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। দ্রুত সময়ের মধ্যে তাদের চাকরিতে পুনর্বহালসহ চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি লাগাতার চলমান থাকবে।</span></span></span></span></p>