<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের পোলট্রি ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, ডিমসহ নানা পণ্য উৎপাদনের অনন্য শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মসের ২৮তম পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারে আয়োজিত অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে পরিবার নিয়ে অংশ নিয়েছেন কাজী ফার্মসের এক হাজার ৬০০ পরিবেশক। এই সম্মেলনে পোলট্রি ফিড, মুরগির বাচ্চা, ব্রয়লার, ডিমসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা পারফরমারদের পুরস্কৃত করা হয়। পরিবেশক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ রেজাউল হক। কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেকুজ্জামান।</span></span></span></span></p>