<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা আদা ও কমলা নিলামে ওঠানো হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে খালাস না করায় এসব পণ্য নিলামে তোলা হয়। আমদানি করা আদার পরিমাণ ছিল ২২ হাজার ৩১২ কেজি এবং কমলার পরিমাণ ছিল ৫২ হাজার ২০০ কেজি। নিলামে আদার সর্বোচ্চ দর ওঠে প্রতি কেজি ২৫.২৫ টাকা। অথচ এসব আদার প্রতি কেজি সংরক্ষিত মূল্য ধরা হয়েছিল ১৩৫ টাকা। আর কমলার সংরক্ষিত মূল্য ধরা হয়েছিল ৯০ টাকা ৫০ পয়সা। নিলামে এক কেজি কমলার দাম ওঠে ১০ টাকা ৫৪ পয়সা। গত সোমবার বিকেলে চট্টগ্রাম কাস্টমের নিলাম শাখায় অনুষ্ঠিত আদা, কমলা ও বিভিন্ন ধরনের ফলের জুসেরও প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>