<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা করছে কোরিয়া। এই স্যাটেলাইট সিটি নির্মিত হবে </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইকোনমিক ইনোভেশন পার্টনারশিপ প্রগ্রাম</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> (ইআইপিপি)-এর আওতায়। সেখানে সব নাগরিক সুযোগ সুবিধা থাকবে। ভবিষ্যতে যা বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য মিরসরাই স্মার্ট ইন্ডাস্ট্রিয়াল জোনে হাই-ভ্যালু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। অর্থাৎ মিরসরাই অর্থনৈতিক জোন হবে চট্টগ্রামের স্যাটেলাইট শহর।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বুধবার দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময়সভায় এমন মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান দূতাবাসের ডাইরেক্টর জেনারেল (ট্রেড রিপ্রেজেন্টেটিভ) সামসু কিম। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কোরিয়ান দূতাবাসের ডাইরেক্টর জেনারেল সামসু কিম বলেন, বাংলাদেশ থেকে কোরিয়ায় প্রতিবছর রপ্তানির পরিমাণ ৫ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট করার ব্যাপারে দুই দেশই কাজ করছে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প। এ খাতে  কোরিয়ার বিনিয়োগ উল্লেখযোগ্য।</span></span></span></span></span></p>