<p>ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক আদেশে এই সময় বাড়ানোর কথা জানায়। ফলে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তি পর্যায়ের করদাতারা কোনো জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন।</p> <p>আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে অনুরোধের পরিপ্রেক্ষিতে করদাতাদের জরিমানা ছাড়া রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছে এনবিআর।</p> <p>চলতি বছর এনবিআর এক বিশেষ আদেশে ঢাকার দুই সিটি করপোরেশন, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত সব সরকারি কর্মচারীদের ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে। এসব অধিক্ষেত্রের সরকারি কর্মচারীরা ছাড়াও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম প্রতিষ্ঠান, ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ম্যারিকো, বার্জার পেইন্টস, বাটা স্যু ও নেসলেতে কর্মরত সব কর্মচারীকে ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।</p> <p>এনবিআর সূত্র জানায়, এরই মধ্যে তিন লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্ন জমা দিয়েছেন। করদাতাদের ঝামেলা এড়িয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে অনুরোধ জানিয়েছে এনবিআর।</p> <p> </p>