<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈদ্যুতিক গাড়ি কম্পানি টেসলায় ইলন মাস্কের ৫৫.৮ বিলিয়ন ডলারের পারিশ্রমিক প্যাকেজ দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ফলে শেয়ারহোল্ডারদের ভোটে এই বেতন প্যাকেজ পুনস্থাপনের চেষ্টা ব্যর্থ হয়ে গেল। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ৫৫.৮ বিলিয়ন ডলার পারিশ্রমিক অনুমোদন করা হবে না বলে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের আদালত রায় দিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেয়ারহোল্ডার ও বোর্ড মেম্বাররা গত গ্রীষ্মে এই প্যাকেজ অনুমোদন করলেও কয়েক মাসের আইনি লড়াইয়ের পরও মামলাটি মাস্কের পক্ষে গেল না। বিচারক ক্যাথলিন ম্যাককরমিক জানুয়ারিতে দেওয়া তার পূর্ববর্তী রায়ের ধারাবাহিকতা ধরে রাখলেন। আগেরবার তিনি যুক্তি দিয়েছিলেন, বোর্ড সদস্যরা ইলন মাস্কের দ্বারা অত্যধিক প্রভাবিত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, বিচারকদের নিয়ন্ত্রণ না করে শেয়ারহোল্ডারদের উচিত ভোট নিয়ন্ত্রণ করা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই সিদ্ধান্তকে ভুল আখ্যা দিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করার অঙ্গীকার করেছে টেসলা। তারা এক্সে জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রকৃত মালিক শেয়ারহোল্ডাররা। এই রায় না পাল্টালে আসল মালিকদের পরিবর্তে বিচারক ও মামলার আইনজীবীরাই কম্পানি পরিচালনা করবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রায়ের বিষয়ে বিচারক ম্যাককরমিক বলেছেন, তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর জন্য এটি হতো ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক প্যাকেজ। কিন্তু টেসলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে ২০১৮ সালের এই বেতন মাস্কের ন্যায্য অধিকার ছিল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭৫ শতাংশ শেয়ারহোল্ডারের ভোটে প্যাকেজটি জুনে অনুমোদিত হয়েছিল। তবে টেসলার আইনজীবীদের হাজারো যুক্তি সত্ত্বেও এই বেতনের পরিমাণকে অত্যধিক বলে মনে করেন বিচারক।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া, টেসলা ও মাস্কের বিরুদ্ধে মামলা করা শেয়ারহোল্ডারকে ৩৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া উচিত। তবে মাস্কের চাওয়া পারিশ্রমিক তিনি পাওয়ার অধিকারী নন। কিছু পর্যবেক্ষক বলেছেন, মাস্ক ও টেসলার পক্ষে রায় গেলে সেটা ডেলাওয়্যার রাজ্যের আইনগুলোকে দুর্বল করতে পারত।</span></span></p> <p style="text-align:left"> </p>