ব্রাজিল-আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল
► চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল ► পরিশোধন করে বাজারজাত করলে রোজার আগেই দাম নিয়ন্ত্রণে আসবে ► শুল্ক পরিশোধ করার পর অপরিশোধিত এসব তেল কারখানায় পাঠানো হবে ► বাজারে সংকট দেখিয়ে দেশে সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সম্পর্কিত খবর