<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বছরজুড়ে নেতিবাচক ধারায় পার করেছে দেশের পুঁজিবাজার। তাঁদের অনেকেই হারানো পুঁজি ফেরাতে পারেনি। উল্টো বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে সরকার পতনের পর শেয়ারবাজার উন্নয়নে নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এসব সংস্কার যথাযথভাবে সম্কন্ন করা গেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের বেশির ভাগ সময়জুড়েই শেয়ারবাজার পতনের মধ্যে ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চার কার্যদিবস শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। তবে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর আবার পতনের ধারায় ফেরে শেয়ারবাজার। ২০২৪ সালের প্রথম দিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৪২ পয়েন্টে। বছরব্যাপী দরপতনের ধারা অব্যাহত থাকায় ২৪ ডিসেম্বর লেনদেন শেষে সেই ডিএসইএক্স ৫ হাজার ১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ ডিএসইর প্রধান মূল্যসূচক এক হাজার পয়েন্টের বেশি কমেছে। বাজার মূলধনেও হয়েছে বড় পতন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বছরের প্রথম দিন ডিএসইর বাজার মূলধন ছিল সাত লাখ ৮০ হাজার ৮২৩ কোটি টাকা। পতনের ধাক্কায় এখন বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৯ হাজার ৫৭ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন এক লাখ কোটি টাকার ওপরে কমেছে। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ কমেছে।</span></span></span></span></p>