<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকের বেতন বেড়েছে ১৮ শতাংশ। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপলের বার্ষিক সভা। তার আগে সংস্থার পক্ষ থেকে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে টিম কুকের বেতন ছিল ৬৩.২ মিলিয়ন ডলার। আর এই বছর তা বেড়ে হয়েছে ৭৪.৬ মিলিয়ন ডলার। যদিও দুই বছর আগে এর থেকে অনেক বেশি বেতন ছিল টিম কুকের।</span></span></span></span></p>