বিশ্ববাণিজ্য

বিশ্ববাজারে সোনার দাম ৩ হাজার ডলার ছাড়াল

  • শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি ভূরাজনৈতিক অস্থিরতায় নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়ছে
বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
বিশ্ববাজারে সোনার দাম ৩ হাজার ডলার ছাড়াল

শুল্কযুদ্ধে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্য উত্তেজনার জেরে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে সোনার দাম। গতকাল মঙ্গলবার মূল্যবান এই ধাতুর দাম আবারও তিন হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে গত শুক্রবার ইতিহাসে প্রথম সোনার দাম তিন হাজার ডলারে ওঠে। তারপর দাম কমে যায়।

কিন্তু গতকাল আবার সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ২২ ডলারে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। তার সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোনার দাম ০.৮১ শতাংশ বা ২৪ ডলার বেড়ে প্রতি আউন্স ৩০২৪ ডলারে উঠেছে।

এক সপ্তাহে দাম বেড়েছে ৩.৭২ শতাংশ। বার্তা সংস্থা বিবিসির সংবাদে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

নানা কারণে সোনার দাম বাড়ছে। তার মধ্যে আছে ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও তার জেরে শুল্কযুদ্ধের আশঙ্কা।

ফলে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে। সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকে সোনার দিকে ঝুঁকছেন। শেয়ারবাজার থেকে পুঁজি প্রত্যাহার করেও অনেকে কিনছেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান বাজার কৌশলবিদ জো কাভাতোনি বলেছেন, চলমান ভূ-অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তার কারণে মানুষ নিজেদের অর্থ ব্যবস্থাপনার বিষয়ে শঙ্কিত। এই পরিস্থিতিতে তাঁর ধারণা, মানুষ নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন এবং সে কারণে সোনার দাম বাড়বে।

ট্রাম্প যেভাবে শুল্ক আরোপ করছেন, তাতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়বে। এর পাল্টা হিসেবে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করবে। ফলে ওই সব দেশেও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। এসব কারণেও মানুষ সোনার প্রতি আকৃষ্ট হচ্ছেন বলে মনে করেন জো কাভাতোনি। জ্বালানি তেলের কেনাবেচার সঙ্গেও সোনার সরাসরি সম্পর্ক রয়েছে। সাধারণত দেখা যায়, জ্বালানি তেলের দাম বাড়লে সোনার দামও বাড়ে। দাম বাড়লে অনেক দেশ সোনার বিনিময়ে জ্বালানি তেল বিক্রি করে থাকে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত দুই দিনে বেড়েছে।  বিশ্ববাজারে সোনার দাম হূাসবৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও সোনার দাম বাড়ে ও কমে। গত রবিবার দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিপ্রতি দুই হাজার ৬১৩ টাকা। এতে ভালো মানের এক ভরি সোনার দাম পড়ছে এখন এক লাখ ৫৩ হাজার টাকা। নতুন এই দর গত সোমবার থেকে কার্যকর হয়েছে।

বাস্তবতা হলো, বিশ্বে সোনাকেই সবচেয়ে স্থিতিশীল ও নির্ভরযোগ্য পণ্য হিসেবে ধরা হয়। একমাত্র সোনার দরেই বড় ধরনের অস্থিতিশীলতা দেখা যায় না। ডলারের মান প্রতিদিনই বাড়ে বা কমে। শেয়ারবাজার নিয়ে তো কথাই নেই, অন্তত বাংলাদেশে শেয়ারবাজারের ঠিকঠিকানা নেই।

মন্তব্য

সম্পর্কিত খবর

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

সনি : জাপানের ব্র্যান্ড সনির অফিশিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের (বিডি) চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনির ম্যানেজার ভিনসেন্ট টে। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

কৃষি ব্যাংক : বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব ২০২৫-এর প্রথম ধাপের লটারি ড্র ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলীর উপস্থিতিতে এই লটারি ড্র সম্পন্ন হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম, খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

ব্র্যাক ব্যাংক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০০ নারী শিক্ষার্থীকে অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক। এসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নসরুল কাদির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক : মিরপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

এনসিসি ব্যাংকের নতুন এএমডি খোরশেদ আলম

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনসিসি ব্যাংকের নতুন এএমডি খোরশেদ আলম
খোরশেদ আলম

এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন এম খোরশেদ আলম। এর আগে তিনি ইষ্টার্ণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ঝুঁকি কর্মকর্তার দায়িত্বসহ প্ল্যানিং, স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স বিভাগের নেতৃত্বে ছিলেন। খোরশেদ আলম ৩০ বছরের অভিজ্ঞতাসমৃদ্ধ একজন পেশাদার ব্যাংকার। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এসএমই ঝুঁকি এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ