<p>ফ্রান্সের রাজধানী প্যারিসে সংঘটিত শিক্ষক হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান করেছে মিসরের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়। অভিযোগ উঠেছে, গত শুক্রবার ‘মত প্রকাশের স্বাধীনতা’ বিষয়ক এক পাঠালোচনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতি সমর্থন ব্যক্ত করায় প্যারিসে একজন শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থলেই সন্দেহভাজন ঘাতককে গুলি করে হত্যা করে পুলিশ।</p> <p>এক বিবৃতিতে সব ধরনের ঘৃণ্য অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আল-আজহার কর্তৃপক্ষ বলে, ‘হত্যা একটি জঘন্য অপরাধ। তা কোনো অবস্থায়ই বৈধ নয়। পাশাপাশি সবাইকে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘ধর্ম অবমাননামূলক সব ধরনের সহিংসতা ও ঘৃণ্য কর্মকাণ্ড পরিত্যাগের আহ্বান জানিয়ে আসছে আল-আজহার। তা ছাড়া আল-আজহার দীর্ঘদিন ধরে যেকোনো ধর্মের প্রতি ঘৃণা প্রকাশ, ধর্মীয় নিদর্শন নিয়ে কটূক্তি ও অবজ্ঞাকে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে এর আন্তর্জাতিক শাস্তি বিধানের আহ্বান করে আসছে।’ সূত্র : গেট আহরাম</p> <p> </p>