<p><strong>বাঁ হাতে তাসবিহ পড়লে হবে?</strong></p> <p>প্রশ্ন : আমরা অনেক সময় তাসবিহ পড়তে পড়তে হাঁটি। যদি কোনো কারণে কিংবা মনের ভুলে বাঁ হাতে তাসবিহ পড়ি, তাহলে কি গুনাহ হবে?</p> <p>     মিজানুর রহমান পলাশ, নোয়াখালী</p> <p>উত্তর : সুবিধামতো যেকোনো হাতেই তাসবিহ পড়া জায়েজ। তবে ডান হাতে পড়া বা ডান হাত থেকে শুরু করা উত্তম। (আবু দাউদ, হাদিস : ১২৮৫, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃষ্ঠা-২৫০)</p>