<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিসরের রাজধানী কায়রোতে আয়োজিত আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন আবদুর রহমান বিন আবদুল্লাহ মালেকি। তিনি পবিত্র কাবার গিলাফ </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিসওয়ার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> একজন ক্যালিগ্রাফার। কাবাঘরের গিলাফ প্রস্তুত করে সৌদি আরবের রাজকীয় প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হলি কাবা কিসওয়া। আন্তর্জাতিক এই শিল্প প্রতিযোগিতার আয়োজন করেছিল দ্য কায়রো ইন্টারন্যাশনাল ফোরাম ফর দি আর্ট অব অ্যারাবিক ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি বিষয়ে এটি অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। এবার সংস্থাটি নবম ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে এবং এতে বিশ্বের মেধাবী ক্যালিগ্রাফাররা অংশ নেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যালিগ্রাফি আরব ও ইসলামী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবেই তা সংরক্ষণ করতে চায় কায়রো ইন্টারন্যাশনাল ফোরাম ফর অ্যারাবিক ক্যালিগ্রাফি। সে লক্ষ্য থেকেই ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে তারা। কেননা প্রতিযোগিতার মাধ্যমে ক্যালিগ্রাফারদের সৃজনশীলতা ও কাজের বৈচিত্র্য ফুটে ওঠে এবং তা এই শিল্পের বিকাশ, উন্নয়ন ও উদ্ভাবনকে উৎসাহিত করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর বিশ্বের ১৬টি দেশের ১৬০ জন শিল্পী প্রতিযোগিতায় অংশ নেন। দেশগুলো হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, ভারত, লেবানন, পোল্যান্ড, ওমান, ইরাক, চীন, সিরিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, থাইল্যান্ড, লিবিয়া, ইতালি ও ইয়েমেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্ষিক এই আয়োজনে সংযুক্ত থাকে প্রদর্শনী, কর্মশালা ও বক্তৃতা। ফলে আল মালেকির মতো বিখ্যাত ক্যালিগ্রাফাররা তুলনামূলক নবীনদের সামনে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। আয়োজনে সুলুস ও দিওয়ানির মতো প্রথাগত শৈলীকে প্রাধান্য দেওয়া হয় না, বরং সমসাময়িক রীতি ও শৈলীকেও গুরুত্ব দেওয়া হয়। আরব ও অনারব সব দেশের শিল্পীদের সুযোগ দিয়ে ক্যালিগ্রাফির বৈশ্বিক আবেদনকে সম্মান করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : রিয়াদ ডেইলি ডটকম ও </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশ শারক আল আউসাত</span></span></span></span></p>