<p><strong>শর্ত লঙ্ঘনের কারণে হেবা ফিরিয়ে নেওয়া</strong></p> <p>প্রশ্ন : কাউকে শর্তসাপেক্ষে কোনো কিছু হেবা করলে যদি সে সেই শর্ত ভঙ্গ করে, তবে কি হেবাকৃত জিনিস ফেরত নেওয়া যাবে? ইসলামে এর বিধান কী?</p> <p>ইসহাক, যাত্রাবাড়ী</p> <p>উত্তর : কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে সম্পদ হেবা করলে সম্পদটি বিনা কারণে ফিরিয়ে নেওয়া অন্যায়। তবে কোনো শর্ত সাপেক্ষে প্রদান করে থাকলে শর্ত লঙ্ঘন হওয়ার কারণে সে সম্পদ ফিরিয়ে নেওয়া শরিয়তসম্মত, বরং সে দান অকার্য বলে পরিগণিত হবে। (ফাতাওয়ায়ে কাজি খান : ৩/২৮২, হিন্দিয়া : ৪/৩৮৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৮৮)</p> <p> </p> <p> </p>