<p><strong>ভুলে অন্যের কলম নিয়ে এলে</strong></p> <p>প্রশ্ন : আমরা অনেক সময় কোনো অফিসে কিংবা ব্যাংকে গেলে অন্যের কলম নিয়ে লিখি। পরে ভুলে সেই কলম পকেটে নিয়ে চলে আসি। কলম যার থেকে নিয়েছি, তাকেও চিনি না। এভাবে অবশ্য আমার নিজেরও অনেক কলম মানুষের কাছে চলে গেছে। আমার কলমগুলোর দাবি ছেড়ে দিয়েছি। কিন্তু আমি যেগুলো নিয়ে এসেছি, সেগুলোর কী হবে?</p> <p>ইয়াকুব, রাজশাহী</p> <p>উত্তর : প্রশ্নোক্ত কলমগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতে হবে। প্রকৃত মালিক না আসার ব্যাপারে নিশ্চিত হয়ে গেলে সেসব কলম প্রকৃত মালিকের পক্ষ থেকে কোনো গরিব-মিসকিনকে দান করে দেবে। নিজে গরিব হওয়া অবস্থায় সেসব কলম নিজেও ব্যবহার করতে পারবে। পরে যদি মালিক খুঁজে পাওয়া যায় এবং তার কলম দাবি করে, তাহলে তার প্রাপ্য দিয়ে দিতে হবে। (আদ্দুররুল মুখতার : ৪/২৭৮, রদ্দুল মুহতার : ৪/২৭৯, হিদায়া : ৪/৩৩৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১৫৩)</p>