<p><strong>কোনো আয়াতে ওয়াকফ করলে কি নিঃশ্বাস ছাড়তে হয়?</strong></p> <p>প্রশ্ন : পবিত্র কোরআন তিলাওয়াতের সময় যেখানে ওয়াকফ বা আয়াত শেষ হওয়ার চিহ্ন আছে, সেখানে ওয়াকফ করলে নিঃশ্বাস ফেলা কি জরুরি? যদি কোনো সময় তাড়াতাড়ি পড়ার কারণে শেষ হরফের হরকত না জানা থাকায় নিঃশ্বাস না ফেলে ওয়াকফের মতো পড়া হয়, তাহলে কি কোনো সমস্যা আছে? এতে কি গুনাহ হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।</p> <p>আবু বকর, সিরাজগঞ্জ</p> <p>উত্তর : কিরাতশাস্ত্রের নিয়ম অনুযায়ী, ওয়াকফ করার সময় নিঃশ্বাস ফেলতে হবে। তবে কোনো কারণে যদি নিঃশ্বাস না ছেড়ে ওয়াকফ করে চলে যায়, তাহলে তা তাজবিদের (কোরআন পাঠশাস্ত্র) নিয়মের বিপরীত হবে। তবে এভাবে পড়া নাজায়েজ নয়। (এমদাদুল ফাতাওয়া : ১/৩০৪৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/১০৩)</p> <p> </p>