<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি ঢাকার ফার্মগেটের তেজতুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা কোর্সের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সবক প্রদান করেন কোর্সের প্রধান প্রশিক্ষক মাওলানা ক্বারি মো. আব্দুল মোমিন ও ক্বারি দিলাওয়ার হুসাইন। তারা শতাধিক বয়স্কের মধ্যে পবিত্র কোরআনের সবক প্রদান করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম হাবিবুর রহমান হাকিম। অতিথি হিসেবে ছিলেন কামাল উদ্দিন আহমেদ (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) ও মো. জাহাঙ্গীর আলম। ক্লাস পরিচালনায় ছিলেন আলহাজ আবদুল কুদ্দুস পাটোয়ারী ও মনিরুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মুফতি মো. শাহেদ। অনুষ্ঠানে অতিথিরা বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত ও মানবজীবনে কোরআনের গুরুত্ব তুলে ধরেন। তারা কোর্সে অংশগ্রহণকারী বয়স্কদের আন্তরিক ধন্যবাদ দিয়ে বলেন, মানুষ ইচ্ছা করলে কোনো কিছুই অসম্ভব নয়। পবিত্র কোরআনকে আল্লাহ সহজ করেছেন। তাই যেকোনো বয়সের মানুষ সহজেই তা শিখতে পারে। এ জন্য প্রয়োজন শুধু সদিচ্ছার। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, উক্ত মসজিদে নিয়মিত (ব্যাচ-টু-ব্যাচ) বিনা বেতনে পবিত্র কোরআন শিক্ষার কোর্স অনুষ্ঠিত হয়। মাত্র ৩০টি ক্লাসে বৈজ্ঞানিক পদ্ধতিতে পবিত্র কোরআনের পাঠদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।</span></span></span></span></p>