<p><strong>চাঁদার জন্য মাগরিবের জামাত দেরিতে শুরু করা</strong></p> <p>প্রশ্ন : আমাদের এলাকায় এক মসজিদে প্রত্যহ মাগরিবের আজানের পর চাঁদা ওঠানো হয়, যার দরুন নামাজ ১৫-২০ মিনিট দেরিতে শুরু হয়। প্রশ্ন হলো, এভাবে চাঁদা তোলার জন্য মাগরিবের জামাত দেরিতে শুরু করার বিধান কী?</p> <p>আরিফ, চাঁদপুর</p> <p>উত্তর : মসজিদের প্রয়োজনে মসজিদের ভেতর চাঁদা ওঠানো জায়েজ হলেও এভাবে মাগরিবের নামাজে দেরি করে চাঁদা ওঠানো ঠিক নয়। যেহেতু মাগরিবের নামাজ ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে পড়া সুন্নত, বিশেষ কোনো কারণ ছাড়া দেরি করা মাকরুহ, তাই সময় হয়ে যাওয়ার পর চাঁদা তোলার বাহানায় ১৫-২০ মিনিট দেরি করে মাগরিবের নামাজ আদায় করার দ্বারা নামাজ হয়ে গেলেও মাকরুহ হবে। (রদ্দুল মুহতার : ২/৩০৩, আদ্দুররুল মুুখতার : ১/৩৬৮, রদ্দুল মুহতার : ১/৩৬৮, ফাতাওয়ায়ে রহিমিয়া : ২/৩৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/৪৪২)</p> <p> </p> <p> </p> <p> </p>