<p><strong>মসজিদ ফান্ডের টাকা দিয়ে মিনার নির্মাণ</strong></p> <p>প্রশ্ন : আমাদের মসজিদের কিছু লোক মিনার তৈরির জন্য প্রস্তাব দিচ্ছে। কিন্তু মিনারের জন্য আমাদের কাছে তেমন কোনো ফান্ড আসেনি। অনেকে বলছে মসজিদ ফান্ডের টাকা দিয়ে মিনার নির্মাণ করতে। প্রশ্ন হলো, মসজিদের সাধারণ ফান্ডের টাকা দিয়ে কি মিনার নির্মাণ করা যাবে? নাকি মিনারের জন্য আলাদা ফান্ড করতে হবে? মিনার তো মসজিদের অংশ।</p> <p>    মাহফুজ, ভৈরব</p> <p>উত্তর : শুধু মসজিদ নির্মাণের জন্য প্রদত্ত অর্থ দিয়ে মিনার নির্মাণের অনুমতি দেওয়া যাবে না। তবে মসজিদ কমপ্লেক্সের নামে জমাকৃত চাঁদার টাকা মিনারসহ মসজিদের সব কাজে ব্যবহার করা যাবে। মূলত মিনারের নামে স্বতন্ত্র চাঁদা আদায় করে সে অর্থ দ্বারা মিনার তৈরি করাটাই উত্তম। (হিন্দিয়া : ২/৪৬২, খইরুল</p> <p>ফাতাওয়া : ২/৭৬৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৮/৫৩৭)</p> <p> </p>