<p><strong>কেরোসিন তেল লাগা কাপড় পরে মসজিদে যাওয়া</strong></p> <p>প্রশ্ন : আমি একদিন দোকানে সদাই করতে গেলে আমার পোশাকে অসতর্কতাবশত কেরোসিন তেল লেগে যায়। আমি তার পরই নামাজ পড়তে মসজিদে যাই। তখন আমার পরিচিত একজন বললেন এটা পরে মসজিদে আসা ঠিক হয়নি। এখন আমি খুব চিন্তিত যে আমার নামাজ হয়েছে কি না? দয়া করে জানালে উপকৃত হব।</p> <p>ইয়াকুব, রাজশাহী</p> <p>উত্তর : কেরোসিন তেল পবিত্র, তবে কেরোসিন তেলে যেহেতু দুর্গন্ধ থাকে, তাই তা নিয়ে মসজিদে আসা মাকরুহ। তবে যদি তা এ পর্যায়ের হয়, যা দ্বারা দুর্গন্ধ ছড়ায় না, তাহলে কোনো আপত্তি নেই।</p> <p>(রদ্দুল মুহতার : ১/৬৬১, কিফায়াতুল মুফতি : ৩/১৭০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/১২০)</p> <p> </p>