<p><strong>কলিং বেলে সালাম</strong></p> <p>প্রশ্ন : শুনেছি আগন্তুক ব্যক্তি কোনো বাড়িতে গেলে দরজায় নক করে প্রথমে সালাম দেবে এবং জোরে তার নাম-পরিচয় বলবে; এভাবে কোনো গৃহে প্রবেশের অনুমতি প্রার্থনা করা সুন্নত। কিন্তু এখন তো প্রযুক্তির উত্কর্ষের যুগে কলিং বেলে সালাম এসে গেছে। কলিং বেল চাপ দিলেই সালামের আওয়াজ শোনা যায়। কলিং বেলে সালামের মাধ্যমে কি সুন্নত আদায় হবে?</p> <p>ইসহাক, মাদারীপুর</p> <p> </p> <p>উত্তর : বর্তমানে যে আধুনিক কলিং বেলের সালাম এসেছে, তা অনুমতি চাওয়ার জন্য যথেষ্ট। তবে কলিং বেলের পর আগন্তুকের নিজের নাম আওয়াজ করে বলে দেওয়া জরুরি, যাতে বাড়ির ভেতরের লোকরা শুনতে পায়। তবে কলিং বেলের সালামের দ্বারা সালামের সুন্নত আদায় হবে না। (মাআরিফুল কোরআন : ৬/৩৯১, ফাতাওয়ায়ে ফকীহুল</p> <p>মিল্লাত : ১২/১১৬)</p> <p> </p>