<p><strong>অনলাইনে ছবি বিক্রি করা</strong></p> <p>প্রশ্ন : আমার এক বন্ধু একটি দামি ক্যামেরা কিনেছেন বিভিন্ন জিনিসের ছবি তুলে অনলাইনে বিক্রি করার জন্য। অনলাইনে কিছু ওয়েবসাইট আছে, যেগুলোতে ছবি তুলে বিক্রি করা যায়। মানুষের ছবি থেকে শুরু করে গাছ, পাখি, মসজিদ প্রভৃতির ছবিও বিক্রি হয়। অনেকেই এ ধরনের সাইটে ছবি, ভিডিও বিক্রি করে অর্থ উপার্জন করছে। প্রশ্ন হলো, এভাবে অনলাইনে ছবি বিক্রি করার বিধান কী?</p> <p>রাফি আল হক, নোয়াখালী</p> <p> </p> <p>উত্তর : মানুষ বা যেকোনো প্রাণীর ছবি ক্রয়-বিক্রয় করা বৈধ নয়। তবে ঘরবাড়ি, ক্ষেত-খামার, গাছপালা, নদী-নালা, বন-বনানী ও পাহাড়-সাগর প্রভৃতির ছবি ক্রয়-বিক্রয় জায়েজ। (বুখারি, হাদিস : ২২২৫ ও ২২৩৬)</p> <p> </p> <p> </p> <p> </p>