আয়তন ৬১১৬.১৩ বর্গকিলোমিটার। উপজেলা ১০টি, থানা ১২টি। পৌরসভা দুইটি, ইউনিয়ন ৫০টি, গ্রাম ১৩৪৭টি। শিক্ষার হার ৪৩.৬০ শতাংশ। জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশির ভাগ বৌদ্ধ, কিছু হিন্দু ও খ্রিস্টান। বাঙালিদের বেশির ভাগ মুসলমান।
রাঙামাটির অন্যতম মসজিদ
ইসলামপুর জামে মসজিদ, পুরানা বস্তি জামে মসজিদ, তৈয়বিয়া জামে মসজিদ, নিউ রাঙামাটি জামে মসজিদ, সওজ জামে মসজিদ, পুরাতন কোর্ট বিল্ডিং জামে মসজিদ, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ, ডিসি বাংলো জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, কাশেম বাজার জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, ফরেস্ট অফিস কমপ্লেক্স জামে মসজিদ, আনসার ভিডিপি জামে মসজিদ, টিঅ্যান্ডটি জামে মসজিদ, সদর থানা জামে মসজিদ, বাইতুস সালাম জামে মসজিদ, কোর্ট জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ,
বনরূপা জামে মসজিদ, ব্রিগেড জামে মসজিদ, রিজার্ভমুখ জামে মসজিদ ইত্যাদি।
রাঙামাটির মসজিদগুলোর অন্যতম পুরাতন রাঙামাটি জামে মসজিদ। বাংলাদেশের সর্বোচ্চ স্থানে নির্মিত দারুস সালাম জামে মসজিদ রাঙামাটির সাজেক ভ্যালির রুইলুপাড়ায় অবস্থিত।
খাগড়াছড়ি
খাগড়াছড়ির আয়তন ২,৬৯৯.৫৬ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা সাত লাখ ১৪ হাজার ১১৯ জন। উপজেলা ৯টি। পৌরসভা তিনটি, ইউনিয়ন ৩৮টি। মসজিদ ৬৩৪টি, বৌদ্ধ মন্দির (ক্যাং) ৮৩৬টি, হিন্দু মন্দির ২১২টি, গির্জা ২৬৬টি। শিক্ষার হার ৭১.৮০ শতাংশ।
খাগড়াছড়ির অন্যতম মসজিদ
বিজিবি ক্যাম্প মসজিদ, সিঙ্গিনালা মসজিদ, জেলা পরিষদ মসজিদ, টার্মিনাল মসজিদ, উপজেলা মসজিদ, খেজুরবাগান মসজিদ, সবুজবাগ মসজিদ, এমইএস মসজিদ, আর্মি জোন মসজিদ, ব্রিগেড মসজিদ, টিলা মসজিদ, আনসার ক্যাম্প মসজিদ, বাঙ্গালকাটি মসজিদ, চেঙ্গী ব্রিজ মসজিদ, বায়তুশ শরফ মসজিদ, মুসলিমপাড়া মসজিদ, পুরাতন পুলিশ লাইন মসজিদ, কলাবাগান মসজিদ, কোর্টবিল্ডিং মসজিদ, সদর থানা মসজিদ, ইসলামপুর মসজিদ, দারুল আইতাম মসজিদ, দারুল উলুম মসজিদ, নতুন পুলিশ লাইন মসজিদ, গারাংগিয়া মসজিদ, মধ্য শালবন মসজিদ, ওয়াপদাপাড়া মসজিদ, বাজার শাহি মসজিদ, নয়নপুর মসজিদ, জেলা পরিষদ মার্কেট মসজিদ, গাউছিয়া জামে মসজিদ, এপিবিএন জামে মসজিদ, এপিবিএন ব্যাটালিয়ন মসজিদ ইত্যাদি।
বান্দরবান
বান্দরবানের আয়তন ৪৪৭৯.০২ বর্গকিলোমিটার। জেলায় সাতটি উপজেলা, দুইটি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন, ১৪৮২টি গ্রাম রয়েছে। শিক্ষার হার ৫৩.৫৪ শতাংশ। আছে বিশ্ববিদ্যালয় একটি, কলেজ ছয়টি, মাদরাসা আটটিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।
জনসংখ্যার ৫২.৬৮ শতাংশ মুসলিম, ৩.৪২ শতাংশ হিন্দু, ২৯.৫২ শতাংশ বৌদ্ধ এবং ৯.৭৮ শতাংশ খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী।
বারন্দবান সদরের অন্যতম মসজিদ
বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ, বান্দরবান বাজার জামে মসজিদ, গোরস্তান মসজিদ, স্টেডিয়াম জামে মসজিদ,
বনরূপা জামে মসজিদ, বালাঘাটা জামে মসজিদ, বান্দরবান থানা জামে মসজিদ, আর্মিপাড়া জামে মসজিদ, কালেক্টরেট স্কুল জামে মসজিদ, হাফেজ ঘোনা জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, লাঙ্গিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বান্দরবান বাসস্ট্যান্ড মসজিদ, নিউ গুলশান জামে মসজিদ, উজানীপাড়া জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, লালমোহন জামে মসজিদ, নতুনপাড়া বাজার জামে মসজিদ, কেচিংঘাটা মসজিদ, ক্যান্টনমেন্ট জামে মসজিদ, কলেজ জামে মসজিদ ইত্যাদি।
বান্দরবানের ওমর ফারুক ত্রিপুরা ২০১৪ সালে মুসলমান হন। তাঁর প্রচেষ্টায় ৩০টি পরিবার মুসলমান হয়। তিনি নিজ উদ্যোগে মসজিদ তৈরি করে ইমামতি শুরু করেন।
শান্তি মানবতার শত্রু কিছু অপশক্তির ইন্ধনে ১৮ জুন, ২০২১ ইসলামের নিবেদিতপ্রাণ সৈনিক ওমর ফারুক ত্রিপুরাকে নির্মমভাবে হত্যা করা হয়।
লেখক : সহকারী অধ্যাপক
তথ্যঋণ ও কৃতজ্ঞতা
জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া ও অন্যান্য