<p><strong>চুরির পর না জানিয়ে অর্থ ফেরত</strong></p> <p>প্রশ্ন : কেউ যদি কাউকে না জানিয়ে তার কিছু টাকা নিয়ে যায়, পরে তাকে না জানিয়ে সেই টাকা তার মোবাইলে পাঠিয়ে দেয়, অথবা তার নামে সদকা করে দেয়, তাহলে কি দায়মুক্ত হবে?</p> <p>তারেক, গুলিস্তান</p> <p>উত্তর : প্রকৃত মালিকের টাকা তার অজান্তে তার মোবাইলে পাঠিয়ে দিলেও আদায় হয়ে যাবে। উল্লেখ্য, যার টাকা নেওয়া হয়েছে সে যদি পরিচিত ও জীবিত হয়, তাহলে তার পক্ষ থেকে সদকা করে দিলে আদায় হবে না।</p> <p>(আদ্দুররুল মুখতার : ৬/১৮২, আল মওসুআতুল ফিকহিয়্যা : ৩১/২৩৬, এমদাদুল ফাতাওয়া : ৩/৪৪৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/১৩৫)</p> <p> </p> <p> </p>