<p><strong>ঈদগাহে গবাদি পশু চরানো</strong></p> <p>প্রশ্ন : ঈদগাহে বিচার-সালিস করা কি বৈধ? এবং ঈদগাহে গরু, ছাগল ইত্যাদি চরানোর বিধান কী?</p> <p>          আবুল খায়ের, চান্দিনা, কুমিল্লা</p> <p>উত্তর : ঈদগাহ আদব-সম্মানের দিক দিয়ে প্রায় মসজিদের সমতুল্য। তাই সম্মান ও পবিত্রতা রক্ষার্থে ঈদগাহের হেফাজত করা জরুরি। আদব-ইহতেরাম বিনষ্ট হয়—এমন কর্মকাণ্ড ঈদগাহে করা কোনোক্রমেই উচিত নয়।</p> <p>(আল বাহরুর রায়েক : ৫/৪১৭, ফাতাওয়ায়ে হক্কানিয়া : ৫/১৫০, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৩৩৯)</p> <p> </p> <p><strong>গোবর ক্রয়-বিক্রয়</strong></p> <p>প্রশ্ন : এখন অনেক কাজেই গোবরের ব্যবহার হয়। গোবর ক্রয়-বিক্রয় করার বিধান কী?</p> <p>                 মাসুদ, বরিশাল</p> <p>উত্তর : ইসলামের দৃষ্টিতে গোবর ক্রয়-বিক্রয় করা জায়েজ।</p> <p>(বাদায়েউস সানায়ে : ৫/১৪৪, আদ্দুররুল মুখতার : ৬/৩৮৫, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৫/১১৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৪৩৯)</p>