<p><strong>জুমার দ্বিতীয় আজানের জবাব দেওয়া</strong></p> <p>প্রশ্ন : জুমার দিন ইমাম সাহেব খুতবা দেওয়ার আগমুহূর্তে যে আজান দেওয়া হয়, তার জবাব দেওয়ার বিধান কী?</p> <p>ইলিয়াস, সিলেট</p> <p>উত্তর : ইসলামের দৃষ্টিতে জুমার দিন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে ওঠার সঙ্গে সঙ্গে নামাজ পড়া, কথা বলা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আজানের মৌখিক জবাব দেওয়াও নিষেধ।</p> <p>(ইবনে মাজাহ, হাদিস : ১১১১, মুসান্নাফে ইবনে আবি শায়বা : ৪/১০৩, হাশিয়াতুত তাহতাভি : ২০২, ফাতাওয়ায়ে রশীদিয়া : ৩০৪, আহসানুল ফাতাওয়া : ৪/১৩৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৩/২০৯)</p>