এখনই দলের নেতৃত্বে পরিবর্তন আনছে না আওয়ামী লীগ

তৈমুর তুষার
তৈমুর তুষার
শেয়ার
এখনই দলের নেতৃত্বে পরিবর্তন আনছে না আওয়ামী লীগ

ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে এখনই কোনো পরিবর্তন আনা হচ্ছে না। দলের কর্মকাণ্ড পরিচালনায় কাউকে ভারপ্রাপ্ত সভাপতি বা সাধারণ সম্পাদক করারও কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, কয়েক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব প্রচার করা হচ্ছে তা সত্য নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক করা হচ্ছে। আবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনা হচ্ছেএমন আলোচনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতার সঙ্গে কালের কণ্ঠর কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতারা জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতৃত্বে পরিবর্তন বা কাউকে সাংগঠনিক কোনো দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেননি।

তিনি বর্তমানে আওয়ামী লীগের জন্য যে খারাপ পরিস্থিতি এসেছে, তা কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করছেন। দলের কঠিন সময়ে কোন নেতাদের সংগঠন গোছানোর কাজে লাগাবেন সেসব নিয়েও আলোচনা করছেন শেখ হাসিনা। তবে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

দলীয় একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতি পদে থাকবেন।

তবে যেহেতু তিনি বিদেশে অবস্থান করছেন সে কারণে দেশে একজনকে ভারপ্রাপ্ত সভাপতি করার বিষয়ে আলোচনা চলছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক নম্বর সদস্য মোশাররফ হোসেন বা দুই নম্বরে থাকা মতিয়া চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে। দলের সাধারণ সম্পাদক পদেও একজন যুগ্ম সাধারণ সম্পাদককে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে এর কোনোটিই চূড়ান্ত হয়নি।

দলের কেন্দ্রীয় একজন গুরুত্বপূর্ণ নেতা জানান, ২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের আমলে আওয়ামী লীগের নেতৃত্বে বিভাজন সৃষ্টির চেষ্টা হয়েছিল।

সেই চেষ্টা এবারও দেখা যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বিদেশে অবস্থান করছেন, অনেকেই দেশে আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করতে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের নানা গুজব ছড়ানো হচ্ছে।

দলীয় একাধিক সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কাদের বিরুদ্ধে কী মামলা হচ্ছে, কারা গ্রেপ্তার হতে পারেন, সে বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে। ঢালাও মামলা করা কমে এলে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে দলের কোন নেতাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

মাঠে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রেও ধীরে চলো নীতি নিয়েছে আওয়ামী লীগ। তারা এখন সরকার, জামায়াত ও বিএনপির কর্মকাণ্ডের প্রতি নজর রাখছে। দেশে কী ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে আওয়ামী লীগ। আন্তর্জাতিক মিত্রদের সঙ্গেও যোগাযোগ, আলোচনা চলছে। আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের সমর্থন বাড়ানোর চেষ্টা চলছে। মূলত বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতারাই এই যোগাযোগগুলো করছেন।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র মতে, শিগগিরই কোনো সাংগঠনিক কর্মসূচি দিতে চায় না আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। তারা আপাতত চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে। তারা পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে দলের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দেবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, এমনিতেই আমাদের নেতাকর্মীরা হামলা, মামলায় চরম বিপদের মধ্যে আছের। ফলে এখন তাঁদের মাঠে নামিয়ে বিপদ আরো বাড়াতে চাই না। এখন আমরা দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছি। নিজেদের গুছিয়ে নেওয়াটাই এখন বড় কাজ। সঠিক সময় বুঝে আমরা মাঠে নামব।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ

রেড সির তীরে যে রিসোর্টটি সবার দৃষ্টি কাড়ছে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রেড সির তীরে যে রিসোর্টটি সবার দৃষ্টি কাড়ছে

২০১৭ সালের জুলাই মাসে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান রেড সি গ্লোবাল কম্পানি গঠন করেন। এটি সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন। এটি দেশটির ভিশন ২০৩০ লক্ষ্যগুলোর মধ্যে একটি। পর্যটন খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখতে কম্পানিটি জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করেই সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

দেশটির পশ্চিম উপকূলে তাবুক প্রদেশে উমলুজ এবং আল-ওয়াজ শহরের মাঝে ২৮ হাজার বর্গকিলোমিটারজুড়ে প্রকল্প এলাকাটি অবস্থিত। এখানে ৯০টিরও বেশি দ্বীপ, লোহিত সাগরের ২০০ কিলোমিটার উপকূলরেখা, সমুদ্রসৈকত, মরুভূমি, পর্বত ও আগ্নেয়গিরি রয়েছে। পরিবেশের ক্ষতি করে, এমন কোনো যানবাহন এখানে ব্যবহৃত হয় না। সম্প্রতি কম্পানিটি প্রকল্প এলাকায় মরুশিলা নামে একটি পরিবেশবান্ধব রিসোর্ট চালু করেছে।

এটি দেখতে আদিম ধরনের হলেও এর সার্ভিস বিশ্বমানের এবং ব্যতিক্রমী। রিসোর্টটি এরই মধ্যে ট্যুরিস্টদের নজর কেড়েছে।

অসাধারণ ল্যান্ডস্কেপের পটভূমিতে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। দেখে মনে হবে পাহাড়ের অজস্র গুহায় অসংখ্য রুম তৈরি করা হয়েছে।

রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ২০ মিনিট সময় লাগে এই রিসোর্টে যেতে। যেখানে এই রিসোর্টটি তৈরি হয়েছে, সেটা মূলত ওয়াদি বা উপত্যকা। এ কারণে উপত্যকার ফ্লোরে তৈরি হওয়া ৩২টি ভিলাকে বলা হচ্ছে ওয়াদি ভিলা। রয়েছে ১৭টি ক্লিপ হ্যাংগিং ভিলা (উপত্যকার প্রান্তে ঝুলন্ত ভিলা), একটি রয়াল ভিলা আর রয়েছে ১০টি মাউন্টেন কেইভ স্যুট। রিসোর্টটির প্রতিটি কক্ষের পুলের তাপমাত্রা স্বয়ংক্রিয় পন্থায় নিয়ন্ত্রিত।
প্রতিটি কক্ষে রয়েছে আধুনিকতার সতেজ পরশ।

রিসোর্টটির চারপাশে অসাধারণ বুনো পরিবেশ তৈরি করা হয়েছে। ঢোকার পথটিও অসাধারণ। দেখে মনে হবে কোনো পাহাড়ি জনপদের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রতিটি কক্ষের ইন্টেরিয়র ডিজাইন করেছে টরন্টোর বিখ্যাত স্টুডিও পাওলো ফেরারি।

পর্যটনশিল্পে এগিয়ে যাওয়ার জন্য দুঃসাহসী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব। মরুশিলা নামেই এই রিসোর্টটি তার প্রমাণ। সূত্র : এরাব নিউজ

 

 

মন্তব্য

৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব বেচবেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
৫০ লাখ ডলারে মার্কিন নাগরিকত্ব বেচবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করছেন। দেশটিতে স্থায়ীভাবে বসবাস করতে চাইলে ৫০ লাখ ডলারে (৬০ কোটি টাকার বেশি) গোল্ড কার্ড নামের নতুন ভিসা কিনতে হবে তাঁদের। স্থানীয় সময় গত মঙ্গলবার ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এই কার্ড বিক্রি শুরু হবে। ১০ লাখ গোল্ড কার্ড বিক্রির আশা করছেন তিনি।

ট্রাম্প বলেন, গোল্ড কার্ডের আওতায় যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে চাইলে বিদেশি বিনিয়োগকারীদের বিপুল অর্থ খরচ করতে হবে। এতে দেশটিতে কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান ইবি-ফাইভ ভিসা কর্মসূচির জায়গায় নতুন এই পদ্ধতি ব্যবহার করা হবে এবং তা মার্কিন নাগরিকত্ব অর্জনের পথ সুগম করবে।

উল্লেখ্য, বিদ্যমান ইবি-ফাইভ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হয়।

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা এই কার্ডের দাম ৫০ লাখ ডলার রাখতে যাচ্ছি।

নিজের প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদে অবৈধ অভিবাসীদের নির্বাসনকে অগ্রাধিকার দেওয়া ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকত্বের জন্য নতুন কার্ডটি অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, অনেক মানুষ এই দেশে (যুক্তরাষ্ট্র) থাকতে চাইবেন। তাঁরা (এখানে) কাজ করতে, চাকরি দিতে এবং কম্পানি বানাতে সক্ষম হবেন।

তিনি আরো বলেন, আইনি দৃষ্টিকোণ থেকে আমরা সব ঠিক করে ফেলেছি। গোল্ড কার্ডের জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের সতর্কতার সঙ্গে যাচাই করা হবে। সূত্র : এএফপি, এনডিটিভি

 

 

মন্তব্য

মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা
মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে মো. নাহিদ ইসলামের পদত্যাগের এক দিন পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে। তবে নাহিদ ইসলামের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছেন প্রধান উপদেষ্টা। 

গত মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম।

তিনি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে। নাহিদ ইসলামের পদত্যাগের পর এই দুই মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন তা নিয়ে নানা আলোচনা ছিল। মাহফুজ আলম এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে জোরালো গুঞ্জন ছিল। 

মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন।

তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম।

 

 

মন্তব্য

প্রধান উপদেষ্টার অফিসের সামনে জুলাইয়ে আহতদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রধান উপদেষ্টার অফিসের সামনে জুলাইয়ে আহতদের অবস্থান
বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের ক্যাটাগরি তিনটির পরিবর্তে দুটি করাসহ তিন দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের একটি অংশ। গতকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। ছবি : কালের কণ্ঠ

আবারও তিন দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের একটি অংশ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে বসে পড়ে তারা। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিল।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহত ব্যক্তিরা বিচ্ছিন্নভাবে স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।

জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের এ অংশের মূলত তিনটি দাবি। এগুলো হলো বৈষম্য নিরসনে আহত ব্যক্তিদের ক্যাটাগরি তিনটির পরিবর্তে দুটি করতে হবে; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি আইন করা এবং জুলাই আন্দোলনে প্রত্যন্ত অঞ্চলের যাঁরা আহত হয়েছেন, তাঁদের সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর চালু করা।

আন্দোলনকারীরা জানান, আহত ব্যক্তিদের তিনটি ক্যাটাগরির মধ্যে তাঁদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে।

তাঁরা বলছেন, এই ক্যাটাগরির বিষয়ে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্যাটাগরিতে যাঁরা থাকবেন, তাঁদের চাকরি দেওয়া হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যদি চাকরিই দেওয়া হয়, তাহলে বয়স্ক যাঁরা আছেন, তাঁদের কিভাবে চাকরি দেওয়া হবে? এ জন্য আমরা চাই, বি এই দুই ক্যাটাগরি রাখতে হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার মো. আলমগীর কবির বলেন, জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের একটি অংশ কিছু দাবি নিয়ে এসেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাদের দাবিগুলো শুনেছেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ