ঐতিহ্য
খুলনার প্রথম স্কুল ও দানবীর মুহসীন
দানবীর হাজী মুহম্মদ মুহসীনের তহবিলের অর্থ নিয়ে ১৮৬৭ সালের ২ ফেব্রুয়ারি দৌলতপুর-সৈয়দপুর ট্রাস্ট এস্টেট স্কুল নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটিই খুলনার প্রথম হাই স্কুল। শুরুতে ছিল মাইনর স্কুল (প্রাথমিক বিদ্যালয়)। পরে এর নাম হয় দৌলতপুর মাইনর স্কুল। পরে একাধিকবার নাম পরিবর্তন হয়েছে, বর্তমান নাম সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়। ৫৪ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটির যাত্রা শুরু
গৌরাঙ্গ নন্দী
সম্পর্কিত খবর