<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনদুর্ভোগের যানজট মহানগরের গণ্ডি পেরিয়ে এখন জাতীয় মহাসড়কেও পৌঁছেছে। যানজটে বিভিন্ন মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাকসহ ছোট-বড় গাড়ি। মাইলের পর মাইল দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। এর বিরূপ প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো পূর্বঘোষণা ছাড়াই আন্দোলন-অবরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলার অভাব এবং হাইওয়ে পুলিশের স্বল্পতা যানজটের পেছনে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে রয়েছে বন্যায় সড়কের দুরবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ সড়ক ও মহাসড়ক এখনো মেরামত করা সম্ভব হয়নি। এতে ক্ষতিগ্রস্ত এলাকায় মহাসড়কে গাড়ির গতি কমেছে। আবার যেখানে সড়ক সংস্কারের কাজ চলছে, সেখানে পথকে ভিন্ন মুখে ঘুরিয়ে দেওয়ার কারণে যানজট তৈরি হচ্ছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, কয়েক দিন ধরে কিছু মহাসড়কের মুখ অবরোধ করে অবস্থান কর্মসূচিসহ আন্দোলন চলছে। এতে বড় বাধা তৈরি হচ্ছে। দুর্ঘটনার কারণেও সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। আগের তুলনায় সড়কে গাড়ি বেড়েছে। বিশেষ করে মহাসড়কে তিন চাকার যান আগের মতো থামানো যাচ্ছে না। হাইওয়ে পুলিশ শতভাগ কাজে ফিরেছে। জেলা পুলিশ তাদের সহযোগিতা করছে।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য বলছে, গত ২০ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বন্যায় জাতীয় মহাসড়ক ১০৮ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ১২৪ কিলোমিটার, জেলা সড়ক ৫৩৪ কিলোমিটার এবং গ্রামীণ সড়ক সাত হাজার ৭২২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়কের সংস্কার না হওয়ায় এর প্রভাব রয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ইমাম হাসান তাইম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে আদমজী নগর এম ডব্লিউ কলেজের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় মহাসড়কের সব পথ বন্ধ করে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি জানান, অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মৌচাক থেকে কাঁচপুর এবং চট্টগ্রামমুখী লেনে মৌচাক থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রচণ্ড ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অনেকে হেঁটে গন্তব্যে রওনা দেয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমডব্লিউ কলেজের শিক্ষার্থী হালিমা আক্তার তিশা বলে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা তামিম হত্যার বিচারের দাবিতে এখানে মানববন্ধন করেছি। আমরা জানি, যাত্রাবাড়ী থানার সব কার্যক্রম এখন ডেমরা থানায় স্থানান্তর করা হয়েছে। আমরা সেখানে গেলে আমাদের ডিসি অফিসে পাঠানো হয়। কিন্তু সেখানে আমাদের কোনো দাবি মানা হচ্ছে না। আমরা ডিসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও দুই দিন পার হয়ে গেছে। তাই তাদের চাপ প্রয়োগ করতে আমরা সড়ক অবরোধ করেছি। আমাদের দাবি মানা না হলে আমরা এখানেই অবস্থান করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন সড়ক যানজটের কারণে নাকাল হয়েছে নগরবাসী। আধাঘণ্টার পথ অনেককে আড়াই ঘণ্টায় পাড়ি দিতে হয়েছে। ঢাকার বিভিন্ন উড়ালসড়ক গাড়ির জটে থমকে থাকতে দেখা গেছে। কারওয়ান বাজার, মহাখালী, বনানী, ফার্মগেট, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, বাংলামোটর, গুলিস্তান, পল্টন, কাকরাইল, রামপুরা, বাড্ডা ও উত্তরার সড়কের অবস্থা প্রায় একই রকম ছিল। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক পাশের সড়ক দখল করে আন্দোলন করে ফিজিওথেরাপি পেশাজীবী-শিক্ষার্থী পরিষদ। এতে মহাখালী ঘিরে সব পাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। এমনকি মহাখালী ও বনানী উড়ালসড়কেও যানজট ছিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোটরসাইকেল আরোহী হুমায়ূন আজাদ তাঁর দুর্ভোগের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মতিঝিল থেকে কুড়িল যাব। যেদিকে যাই, সেদিকেই প্রচণ্ড যানজট। তেজগাঁও দিয়ে যেতে চাইলাম, হলো না। ভাবলাম, কারওয়ান বাজার দিয়ে যাই, এই পাশে এসে মনে হলো অবস্থা আরো বেশি খারাপ। অবশেষে দুই ঘণ্টা ১৪ মিনিটে মতিঝিল থেকে কুড়িল পৌঁছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>